আগামীতে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ ঃ ডা: প্রাণ গোপাল দত্ত। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩ কুমিল্লা প্রিতিনিধি ঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের দেশে স্ব-স্ব ধর্মের অনুসারিরা ধর্মীয় রীতিনীতিগুলো আপন ভাবে পালন করলেও উৎসব পালন হয় সার্বজনীন ভাবে। যে কারণে পূর্বের ধারাবাহিকতায় আগামীতে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। বুধবার (১ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার দক্ষিণ হারংয়ে দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক প্রাণ গোপাল দত্ত আরও বলেন, আজ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে হারং গ্রাম তথা উপজেলার সর্বস্তরের লোকজনের উপস্থিতিই তা প্রমাণ করে যে জননেত্রী শেখ হাসিনার পক্ষেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়েছে। এসময় তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ব শিক্ষক ফেডারেশন সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক মাহফুজা খানম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী শিক্ষক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, থানা অফিসার ইন-চার্জ (ওসি) সাহাবুদ্দীন খাঁন, সাবেক পৌর মো. মফিজুল ইসলাম। মন্দির পরিচালনা পর্ষদ সভাপতি প্রভাত কর এর সভাপতিত্বে ও শুধাংশু নন্দীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও প্রবীণ আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, শাহ্ সেলিম প্রধান চেয়ারম্যান, উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল, ব্যবসায়ী নেতা শামীম হোসেন, কাউন্সিলর আবু কাউসার, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, নিমাই কর প্রমুখ। SHARES মুক্তমত বিষয়: