দুর্নীতি ও নিয়ম বহির্ভূতভাবে কমিটি গঠনে ঈশ্বরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের নামে উচ্চ আদালতে মামলা দায়ের।

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩

নিজস্ব প্রতিনিধি।

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের দূর্ণীতি-জালিয়াতি, ভোটার তালিকায় অবৈধ ভাবে নাম অন্তর্ভূক্ত সহ আরো অনেক অভিযোগে মামলা করেন অভিভাবক ভোটাররা ।খবর নিয়ে জানাযায় গত,২৩-শে জানুয়ারি মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নির্বাচন অনুষ্টিত হয়। এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন-২০২৩ ইং প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন জাহাঙ্গীর হোসেন। তিনি ক্ষমতা অপব্যবহার করে দূর্ণীতি জালিয়াতি করে অবৈধ ভোট, বৈধ দেখিয়ে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করেন। প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর হোসেন তার দূর্ণীতি অনিয়ম, জাল ভোট প্রয়োগ সহ বিভিন্ন অভিযোগ এনে অভিভাবক ভোটারগন নির্বাচনী তফসিল বাতিল করে পুনরায় জনসার্থে তফসিল ঘোষনা করার জন্য ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কতৃপক্ষ বরাবর আবেদন করে। আরেক দূর্ণীতিবাজ হলো বিদ্যালের প্রধান শিক্ষক আবদুল মোনায়েম।তিনি বিদ্যালয়ের আয়- ব্যয়,দাতা সদস্য কৌশলে বানানো সহ সম্মানিত শিক্ষকদের টিউশন ফির টাকা না দিয়ে বিভিন্ন ভাউচার দেখিয়ে আত্নসাত করা তার নিত্য দিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে।

এছাড়াও উচ্চ আদালতে ১৩১৮/২০২৩ ইং মামলা হয়েছে বলা হলে এতে মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন ক্ষীপ্ত হয়ে,২৯-শে জানুয়ারি তার অফিসে বসে কমিটি গঠন করে।এতে দলীয় নেতা কর্মী অভিভাবক ভোটার গণ তার এমন কার্যক্রমে তী্ব্র-নিন্দা ধীক্কার  জানায়।এছাড়াও জাহাঙ্গীর হোসেন ঈশ্বরগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে এমপিও ভূক্তি করন,নিয়োগ বাণিজ্য, শিক্ষকদের টাইমস্কেলের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এ দূর্ণীতিবাজ। এব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেনের কোন বক্তব্য পাওয়া যায়নি।অভিযোগকারী সরজুল ভুইয়া বলেন, সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট অভিযোগ দাখিল করা হয়েছে। ভুক্তভোগীরা আদালতে মামলা করেছে।