সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য আন্তরিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৩ নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেনঅনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) কুমিল্লা ক্যাডেট কলেজে এসোসিয়েশন অব কুমিল্লা ওল্ড ক্যাডেটসোসাইটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই সেনাপ্রধান ভাষা শহীদদের প্রতি এবং মহান মুক্তিযুদ্ধে ৩০লাখ শহিদের প্রতি শ্রদ্ধা জানান। সেই সাথে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রধান অতিথি সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য তিনি আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরপর কুমিল্লা ক্যাডেট কলেজের ক্যাডেটদের জন্য নবনির্মিত মেঘনা, গোমতী, তিতাস নামেতিনটি হাউসের উদ্বোধন করেন। পুনর্মিলনীতে আগত প্রাক্তন ছাত্রদের সঙ্গে মতবিনিময় ছাড়াও মধ্যাহ্নভোজ, বৃক্ষরোপণ এবং দিনব্যাপী নানা অনুষ্ঠানে অংশ নেন তিনি। এর আগে, সেনাপ্রধান কুমিল্লা ক্যাডেট কলেজ প্রাঙ্গণে পৌঁছালে প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটেরনিয়ে গঠিত একটি দল মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে তাকে অভিবাদন জানান। অনুষ্ঠানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মেজর জেনারেল নজরুল ইসলাম, ৩৩ পদাতিক ডিভিশনের কমাণ্ডার ও এরিয়া কমাণ্ডার মেজর জেনারেল মাঈনুর রহমান, মেজর জেনারেল জুবায়ের সালেহীন, কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী, এসোসিয়েশন অব কুমিল্লা ওল্ড ক্যাডেট সোসাইটির সভাপতি ড. শাহজাহান কামাল প্রমুখ। SHARES জাতীয় বিষয়: