শুক্রবার থেকে পবিত্র মাহে রমজানের রোজা শুরু, ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৩ নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার থেকে রোজা শুরু হচ্ছে। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক করে জাতীয় চাঁদ দেখা কমিটি এ কথা জানায়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান। সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার থেকে শুরু হবে রমজান মাস গণনা। সে ক্ষেত্রে আজ বৃহস্পতিবার দেশের মসজিদগুলোতে বাদ এশা তারাবির নামাজের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজানের কার্যক্রম শুরু করবেন। এরপর ঐ দিন দিবাগত ভোর রাতে সাহ্রি খেয়ে প্রথম রোজা রাখতে হবে। SHARES ইসলাম বিষয়: