ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এর উদ্যোগে পবিত্র রমজানে দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি ও ভেজাল নিরসনে এক জরুরী সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৩

দিলীপ কুমার দাস ময়মনসিংহ।

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধগতি নিরসন ,ভেজালমুক্ত খাদ্য ও সঠিক ওজন নিশ্চিতকরন সহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে অদ্য শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এর উদ্যোগে সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান।

এ সময় বক্তব্য রাখেন দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ময়মনসিংহ ,এনএসআই এর জয়েন ডিরেক্টর,
ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সম্পাদক ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

এ ছাড়াও মটর মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।