কুমিল্লায় ঈদ উল ফিতরের প্রধান জামাত কেন্দ্রিয় ঈদগাহ মাঠে সকাল ৮ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ঈদ উল ফিতরের প্রধান জামাত কেন্দ্রিয় ঈদগাহ মাঠে সকাল ৮ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। কান্দিরপাড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম  ঈদের জামাত পরিচালনা করবেন।  দূরবর্তী মুসল্লিাদের সুবিধার্থে কুমিল্লা নিউ মার্কেটের ৫ তলায় মসজিদে সকাল সাড়ে ১০টায় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে। বৃহষ্পতিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঈদ উল ফিতর উপলক্ষ্যে কুমিল্লা কেন্দ্রিয় ঈদগাহ উপদেষ্টা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। সভায় অংশগ্রহনকারী সদস্যরা সভাপতি বরাবর অনুরোধ রাখেন যেন ঈদগাহের জামাতে সাথে মিল রেখে একই সময়ে অন্যান্য মসজিদে যেন ঈদের জামাত অনুষ্ঠিত না হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নামাজের জন্য ঈদগাহের পাশে জিমনেশিয়াম প্রস্তুত রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া পুরো ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা সচেষ্ট থাকার অনুরোধ করা হয়। ঈদে জেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া ইদের দিন ঈদগাহ এলাকায় পার্কিং এবং ট্্রাফিকিং সুনিশ্চিত করতে জেলা ট্রাফিক বিভাগ কাজ করবে বলেও জানানো হয়।

জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম, নাগরিক প্রতিনিধি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান, মাওলানা ক্বারী মোহাম্মদ ইব্রাহিম ক্বাদরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন, প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনি, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আবদুল কাইয়ুম, কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ, জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, সিনিয়র তথ্য অফিসার নাসির উদ্দিন, অবসর প্রাপ্ত উইং কমান্ডার জিএম সিকান্দার, অভিবাদন সম্পাদক আবুল হাসনাত বাবুল, কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, ইসলামী ফাউন্ডেশেনের উপ পরিচালক আবদুল্লা আল মামুন, সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা সাদেকুর রহমান, ডিআইও ওয়ান ফজলে রাব্বিসহ ইসলামিক ফাউন্ডেশন, সিটি কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।