দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আগের ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ২৪ জন ঃ স্বাস্থ্য অধিদপ্তর

প্রকাশিত: ৬:২৭ পূর্বাহ্ণ, মে ২, ২০২৩

স্টাফ রিপোর্টার : দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার (১ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময় সংক্রমিত হয়েছেন ২৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ২১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি তিনজন ভর্তি হয়েছেন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে। বর্তমানে ৬০ জন ডেঙ্গু সংক্রমিত ব্যক্তি বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৪৬ জন ঢাকায় এবং ১৪ জন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে চিকিৎসাধীন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৫৪১ জন। আর, ৪৭৫ জন ভর্তি হয়েছেন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৯৪৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৪৮৭ জন ঢাকার বাসিন্দা। বাকি ৪৫৮ জন ঢাকার বিভিন্ন জেলায় বসবাস করেন। চলতি বছর ডেঙ্গু সংক্রমণে মারা গেছেন ১১ জন।