কুমিল্লার চান্দিনা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে উপজেলার সকল বিদ্যালয় ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চান্দিনা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তৃতা করেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. মজিবুর রহমান, রসুলপুর আর্দশ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহ্ সেলিম প্রধান, বদরপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মো. খুরশীদ আলম, মহিচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র দাস, দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মোজহারুল ইসলাম, মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির ভূঁইয়া, বদরপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মো. আবদুল হাই, বরকরই পীরমঞ্জিল দাখিল মাদ্রাসা সুপার মো. সফিকুল ইসলাম, দোতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মো. আবদুস সাত্তার সহ চান্দিনা উপজেলা বিভিন্ন উচ্চ বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকগণ প্রমুখ।