চিত্রনায়ক, সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২৩ স্টাফ রিপোর্টার : চিত্রনায়ক, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, এই বিশিষ্ট অভিনেতা তার কর্মের মধ্য দিয়ে এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সোমবার (১৫ মে) আনুমানিক সকাল ১০টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আকবর হোসেন পাঠান (ফারুক)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৪ বছর। SHARES লাইফস্টাইল বিষয়: