ফলাফল যাই হোক না কেন আমি মেনে নেবঃ আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান।

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২৩

স্টাফ রিপোর্টার : গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান বলেছেন, ফলাফল যাই হোক না কেন তিনি মেনে নেবেন।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৯টার দিকে টঙ্গী দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি সবসময় জনগণের মতামতকে সম্মান করি এবং আজ যেই নির্বাচিত হোক না কেন, আমি ফলাফল মেনে নেব”।

আজমত উল্লাহ খান বলেন, “আমি একজন রাজনৈতিক কর্মী। আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং আপনারা (জনগণ) দেখেছেন যে আমি যখন নির্বাচনী প্রচারণায় বের হয়েছি, তখন একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সবসময় জনগণের পাশে ছিলাম”।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হয়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যান এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়।

ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। গাজীপুর জেলা পরিষদ ভবনের বঙ্গতাজ মিলনায়তনে নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম ফল ঘোষণা করছেন।