ময়মনসিংহ চরাঞ্চল হেল্প লাইনের উদ্যোগে বিনামুল্যে চক্ষু স্কিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জুন ৪, ২০২৩

 

নিজস্ব প্রতিনিধি।

ময়মনসিংহ চরাঞ্চল হেল্পলাইন এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চক্ষু স্ক্রিনিং ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ সদর উপজেলা চরহরিপুর আদর্শ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শুক্রবার বেলা ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহ চরাঞ্চল হেল্পলাইন। বিএমডিসির চেয়ারম্যান ও সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক এইচএম ফারুক, চরহরিপুর আদর্শ স্কুল এন্ড কলেজ এর সভাপতি আব্দুর রাজ্জাক সোহাগ, ময়মনসিংহ চরাঞ্চল হেল্পলাইনের প্রতিষ্ঠাতা পরিচালক আশিকুল ইসলাম ও আল আমিন হোসেন জীবন, সভাপতি ইমরান আহমদ রহমত,ময়মনসিংহ চরাঞ্চল ব্লাড ব্যাংকের সভাপতি আজহারুল ইসলাম রাজ।

স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেতনায় মুক্তি,লক্ষ্যে মানবতা এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে অরাজনৈতিক এ স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছে নীরবে।