খুলনা সিটি কর্পোরেশন ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের জয়লাভ। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৩ স্টাফ রিপোর্টার : খুলনা সিটি কর্পোরেশন ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আ্ওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীরা জয়লাভ করেছেন।খুলনা সিটিতে মেয়র পদে নির্বাচিত হয়েছেনতালুকদার আব্দুল খালেক। আর, বরিশাল সিটিতে মেয়র নির্বাচিত হয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ। সংশ্লিষ্ট সিটির নির্বাচনী কর্মকর্তারা বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন। খুলনায় জয়ী তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি করপোরেশন নির্বাচনে টানা দ্বিতীয়বার বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। সোমবার (১২ জুন) ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের খুলনা মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক এ নিয়ে তৃতীয় দফায় মেয়র নির্বাচিত হলেন। এর আগে তিনি ২০০৮ ও ২০১৮ সালে খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। সোমবার (১২ জুন) রাত পৌনে ৯টার দিকে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন। ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৮৯ কেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটারের মধ্যে, ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ জন ভোট দিয়েছেন। অন্যদের মধ্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট; জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮ হাজার ৭৮ ভোট; জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট। খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, “নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কোনো কেন্দ্র বন্ধ হয়নি। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি হয়নি।” এ নির্বাচনে সাধারণ ৩১টি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ১৩৬ জন, ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বরিশালে জয়ী আবুল খায়ের আবদুল্লাহ এদিকে, বেসরকারি ফলাফল অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশন (বিসিসি )নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ৮৭ হাজার ৮০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির রাত ৯টা ৪৫ মিনিটে জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। আবুল খায়ের তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে ৫৩ হাজার ৯৭৯ ভোটে পরাজিত করেছেন। সৈয়দ ফয়জুল করিম মোট ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে, জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস পেয়েছেন ৬ হাজার ৬৬৫ ভোট, স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. কামরুল হাসান রূপন পেয়েছেন ৭ হাজার ৯৯৯ ভোট এবং জাকের পার্টির প্রার্থী মো. মিজানুর রহমান বাচ্চু পেয়েছেন ২ হাজার ৫৪৬ ভোট। বরিশাল সিটি নির্বাচনে, ২ লাখ ৭৬ হাজার ২৯৭ ভোটারের মধ্যে, ১ লাখ ৪২ হাজার ১৭৭ জন ভোট দিয়েছেন।রিটার্নিং অফিসারের তথ্য মতে, ভোটার উপস্থিতি ৫১ দশমিক ৪৬ শতাংশ রেকর্ড করা হয়েছে। বরিশাল সিটি নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী, ১১৯ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। SHARES নির্বাচনের মাঠ বিষয়: