মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থিরচিত্র ও কাচের ম্যুরাল ভাঙচুর করার প্রতিবাদে মানববন্ধন ও কুমিল্লার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৩ স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম নগরীর জামাল খান মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থিরচিত্র কাচের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে গতকাল বুধবার সকাল ১১টায় একযোগে কুমিল্লা জেলা ও সকল উপজেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কমিটির পক্ষ থেকে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ডিসি অফিস ও ইউএনও অফিসের সামনে মানববন্ধন করেন ও স্মারকলিপি পেশ করেন। কমান্ডার সফিউল আহমেদ বাবুলের নেতৃত্বে জেলা কমিটির নেতৃবৃন্দ মানববন্ধন শেষে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের কাছে একটি স্মারকলিপি জমা দেন। একই ভাবে উপজেলা কমিটির নেতৃবৃন্দ স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি জমা দেন। উল্লেখ্য, গত ১৪ জুন চট্টগ্রাম নগরীর জামাল খান মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থিরচিত্র কাচের ম্যুরাল ভাঙচুর করে। এর প্রতিবাদে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কমিটির নেতৃবৃন্দ একযোগে এই কর্মসূচি পালন করেন। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: