ময়মনসিংহ -শ্যামগঞ্জ মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণগেল ১ যুবকের।

প্রকাশিত: ৪:১৯ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৩

নিজস্ব প্রতিনিধি :

শ্যামগঞ্জ-মযমনসিংহ মহাসড়কের শ্যামগঞ্জ জালশুকা এলাকায় বাসের ধাক্কায় ইকরামুল (৪০) নামে সিএনজির চালক নিহত ও অপর তিনজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার ৪ জুলাই বিকেলে ময়মনসিংহ-শ্যামগঞ্জ মহাসড়কের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ হাইওয়ে সড়কের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত ইকরামুল তারাকান্দা থানার বাহেলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। আর আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম তাসলিমা (২৫) সে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার গাঁওয়ারকান্দা গ্রামের মোশারফ হোসেনর মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, মঙ্গলবার বিকেলে একটি সিএনজি চারজন যাত্রী নিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে শ্যামগঞ্জ জালশুকা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নেত্রকোনা গামী মহুয়া সার্ভিসের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩২৬১) অপর একটি গাড়ীকে অভারটেক করার সময় সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমরে মুচরে যায়। এ সময় সিএনজির ৪ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ আহতদের উlদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সিএনজির চালক মারা যায়।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত
করে বলেন দূর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সিএজি চালক মারা গেছেন বাস ও সিএনজি জব্দ করা হয়েছে । এ ব্যাপারে এখনো কোন মামলা দায়ের করা হয়নি।