উত্তপ্ত আওয়ামী লীগ -বিএনপির রাজনীতি : কোন পথে জাতীয়পার্টি ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৩ প্রধান বার্তা সম্পাদক(এরশাদুল হক দুলাল) : বাংলাদেশের রাজনীতির মূল আলোচ্য বিষয় হল আগামী জাতীয় সংসদ নির্বাচন। যদিও নির্বাচনী কর্মকাণ্ডের চেয়ে কার অধীনে কিভাবে নির্বাচন হবে সেটা নিয়েই বেশি মাঠ গরম হচ্ছে। এ বিষয়ে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিপরীতমুখী অবস্থানে রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হোক। অপরদিকে বিএনপি চায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। নির্বাচনকালিন সরকার ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির এমন অবস্থানের মধ্যে দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল জাতীয় পার্টির অবস্থান এখনো অস্পষ্ট। ২০১৮ সালের সংসদ নির্বাচনে মহাজোটের শরিক হলেও সাম্প্রতিক সময়ে দলটির চেয়ারম্যান জিএম কাদের বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করে আসছেন। দিন দিন আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। এই অবস্থায় সামনের দিনগুলোতে জাতীয় পার্টির মধ্যে বিভাজন আরো স্পষ্ট হয়ে উঠলে দলটি স্বাধীনভাবে কোন সিদ্ধান্ত নিতে পারবে কিনা এ নিয়ে রাজনৈতিক বিশ্ব বিশ্লেষকদের মধ্যে রয়েছে নানা প্রশ্ন। SHARES মতামত বিষয়: