দীর্ঘ ৪ যুগ দখলে রাখার পর অবশেষে বৈধ কাগজপত্র বঙবীর কাদের সিদ্দিকীকে ‘বাড়ি উপহার’। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৩ বিশেষ প্রতিনিধি : অবশেষে দখলে রাখা বাড়ির কাগজপত্র পেলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম। রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে তার দখলে থাকা বাড়িটি ‘একটি পরিত্যক্ত বাড়ি’ দেখিয়ে তার নামে অস্থায়ী বরাদ্দ দিয়েছে সরকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কাদের সিদ্দিকীকে এই বাড়ি উপহারকে অনেকেই নির্বাচনী উপহার হিসেবে মনে করছেন। কারণ ২০১৮ সালের নির্বাচনে কাদের সিদ্দিকী ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন বিএনপির ঐক্যফ্রন্টে থাকলেও এবার তিনি আওয়ামী লীগের দিকেই থাকবেন এমন প্রচারণা রয়েছে। কিছুদিন আগে কাদের সিদ্দিকী পরিবারের সদস্যদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। ওই দেখা করার পর থেকে ‘জনগণের ভোটের অধিকার আদায়’ প্রশ্নে কাদের সিদ্দিকী ১৮০ ডিগ্রী ঘুরে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা লিখেছেন ‘এই একটি বাড়ির ‘কাগজপত্র উপহার’ কাদের সিদ্দিকীকে আগামীতে রাজনৈতিক অঙ্গনে ডিগবাজি দিতে দেখা যাবে। রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের এ বাড়ি স্বাধীনতার পর পরই কাদের সিদ্দিকীর দখলে নেন। তখন থেকে এ বাড়ি তার দখলে ছিল। এর আগে একাধিকবার এ বাড়িটি বরাদ্দ পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত আবেদন করেন কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী প্রথম ৭২-৭৩ সালে দখল করা বাড়িটির জন্য আবেদন করেছিলেন। কিন্তু রাজনৈতিক কারণে এতোদিন সফল হতে পারেননি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে কাদের সিদ্দিকীকে এবাড়িটি বিশেষ উপহার হিসেবে দেয়া হয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে। আবার খুব শিগগিরই কাদের সিদ্দিকী আওয়াম লীগে ফিরছেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। আওয়ামী লীগে না ফিরলেও নির্বাচনে আওয়ামী লীগ পক্ষভুক্ত হবেন। এ বিষয়ে পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড. (এপিএমবি) চেয়ারম্যান এবং ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ইনকিলাবকে বলেন, মোরহাম্মদপুর পরিত্যক্ত বাড়িটি সরকারি শর্তাবলীতে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম অস্থায়ীভাবে বরাদ্দ দেয়া হয়েছে। সরকারি বিধিবিধান মেনে এ বরাদ্দ দেয়া হয়েছে। আব্দুল কাদের সিদ্দিকীর নামে পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের স্মারক নং-শা-১২/১এম-২৫/৯৩/৪৯৫ গত ৫ জুলাই ২০২৩ ইং তারিখে এ বরাদ্দপত্র দেয়া হয়েছে। পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের সিনিয়ার সহকারী কমিশনার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কাদের সিদ্দিকী বীর উত্তম পিতা, মৃত মুহাম্মদ আব্দুল আলী সিদ্দিকী গ্রাম/রাস্তা: কালিয়ান, কালিয়ান ডাকঘর, বেতুয়া-১৯৫০, সখিপুর, টাঙ্গাইল। এতে বলা হয় ‘এতদ্বারা ২০/৩০, বøক-বি, বাবর রোড, মোরহাম্মদপুর ঢাকাস্থ পরিত্যক্ত বাড়িটি নিম্নোক্ত শর্তাবলীতে অস্থায়ীভাবে বরাদ্দ দেওয়া হলো। গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী কর্তৃক ধার্যকৃত হারে ভাড়া পরিশোধ করিতে হইবে (শহী বার/ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রাপ্ত হইলে ধার্যকৃত ভাড়ার পরিমাণ অর্ধেক হইবে)। ধার্যকৃত ভাড়া গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী কর্তৃক ট্রেজারী চালান পাশ করাইয়া কোড নং ১-৩২৩৭-০০০১-২১১৫ খাতে বাংলাদেশ ব্যাংকে নিয়মিতভাবে পরিশোধ করিতে হইবে। SHARES বিশেষ সংবাদ বিষয়: