তামিম-লিটনের তিন বছর পর শান্ত-মিরাজের কীর্তি ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩ নিজস্ব প্রতিনিধি: ওয়ানডে ফরম্যাটে আবারও এক ইনিংসে জোড়া সেঞ্চুরি করলেন বাংলাদেশের দুই ব্যাটার। আজ শনিবার এশিয়া কাপের মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। দুজনেই শারীরিক অসুস্থতার কারণে এশিয়া কাপে খেলতে পারছেন না। শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে হারের পর আজ টাইগারদের ব্যাটিং অর্ডারে বড় রদবদল হয়। মিরাজকে লোয়ার অর্ডার থেকে তুলে আনা হয় ওপেনিংয়ে। তাওহীদ হৃদয়কে তিন নম্বরে এনে শান্তকে খেলানো হয় চারে। এতেই দারুণ সুফল মিলল। পঞ্চমবারের মতো একই ইনিংসে সেঞ্চুরি পেলেন বাংলাদেশের দুজন ব্যাটার। এর মাঝে শান্ত গত ম্যাচেও খেলেছিলেন ৮৯ রানের ইনিংস।নাঈম শেখ ও তাওহীদ হৃদয় পরপর আউট হলে দলের হাল ধরেন শান্ত-মিরাজ। ৬৬ বলে ফিফটি তুলে নেন মিরাজ।অন্যদিকে শান্ত দারুণ ব্যাটিংয়ে ৫৭ বলে ফিফটি পূরণ করেন। আফগান বোলারদের হতাশ করে জুটি ছাড়িয়ে যায় ১০০। এক পর্যায়ে দুজনেই তুলে নেন সেঞ্চুরি। ১১৫ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মেহেদী মিরাজ। পরে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ১১৯ বলে ৭ চার ৩ ছক্কায় ১১২ রানে। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ১০১ বলে ৯ চার ও ২ ছক্কায়। এই টপ অর্ডার ব্যাটার ১০৪ রানে থামেন রান আউটের শিকার হয়ে। দুজনের তৃতীয় উইকেট জুটিতে এসেছিল ১৯০ বলে ১৯৪* রান। SHARES খেলাধুলা বিষয়: ক্রিকেটারতামিম-লিটনশান্ত-মিরাজ
শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে হারের পর আজ টাইগারদের ব্যাটিং অর্ডারে বড় রদবদল হয়। মিরাজকে লোয়ার অর্ডার থেকে তুলে আনা হয় ওপেনিংয়ে। তাওহীদ হৃদয়কে তিন নম্বরে এনে শান্তকে খেলানো হয় চারে। এতেই দারুণ সুফল মিলল।
পঞ্চমবারের মতো একই ইনিংসে সেঞ্চুরি পেলেন বাংলাদেশের দুজন ব্যাটার। এর মাঝে শান্ত গত ম্যাচেও খেলেছিলেন ৮৯ রানের ইনিংস।নাঈম শেখ ও তাওহীদ হৃদয় পরপর আউট হলে দলের হাল ধরেন শান্ত-মিরাজ। ৬৬ বলে ফিফটি তুলে নেন মিরাজ।অন্যদিকে শান্ত দারুণ ব্যাটিংয়ে ৫৭ বলে ফিফটি পূরণ করেন। আফগান বোলারদের হতাশ করে জুটি ছাড়িয়ে যায় ১০০। এক পর্যায়ে দুজনেই তুলে নেন সেঞ্চুরি। ১১৫ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মেহেদী মিরাজ। পরে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ১১৯ বলে ৭ চার ৩ ছক্কায় ১১২ রানে। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ১০১ বলে ৯ চার ও ২ ছক্কায়। এই টপ অর্ডার ব্যাটার ১০৪ রানে থামেন রান আউটের শিকার হয়ে। দুজনের তৃতীয় উইকেট জুটিতে এসেছিল ১৯০ বলে ১৯৪* রান।
অন্যদিকে নাজমুল হোসেন শান্ত তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ১০১ বলে ৯ চার ও ২ ছক্কায়। এই টপ অর্ডার ব্যাটার ১০৪ রানে থামেন রান আউটের শিকার হয়ে। দুজনের তৃতীয় উইকেট জুটিতে এসেছিল ১৯০ বলে ১৯৪* রান।