যে কারণে ভারতের বিশ্বকাপ দলে নেই ডানহাতি স্পিনার

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩
ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগরকার। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি:

ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য আজ মঙ্গলবার দল ঘোষণা করেছে ভারত। এশিয়া কাপের দল থেকে তিনজনকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ, নতুন কোনো ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়নি। এই দলে আছে তিনজন বাঁ হাতি স্পিনার, কিন্তু কোনো ডানহাতি অফ স্পিনার নেই।
ভারতের বিশ্বকাপের দলে স্পিনার হিসাবে আছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। জাদেজা এবং অক্ষর বাঁহাতি অফ স্পিনার। কুলদীপ আবার চায়নাম্যান (বাঁ হাতি লেগ স্পিনার) বোলার।