যে কারণে ভারতের বিশ্বকাপ দলে নেই ডানহাতি স্পিনার ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩ ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগরকার। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য আজ মঙ্গলবার দল ঘোষণা করেছে ভারত। এশিয়া কাপের দল থেকে তিনজনকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ, নতুন কোনো ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়নি। এই দলে আছে তিনজন বাঁ হাতি স্পিনার, কিন্তু কোনো ডানহাতি অফ স্পিনার নেই। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের বিশ্বকাপের দলে স্পিনার হিসাবে আছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। জাদেজা এবং অক্ষর বাঁহাতি অফ স্পিনার। কুলদীপ আবার চায়নাম্যান (বাঁ হাতি লেগ স্পিনার) বোলার। ভারতে ডানহাতি স্পিনারের বিকল্প হিসাবে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দর ছিলেন। অশ্বিন ও সুন্দর অফ স্পিনার। চাহাল লেগ স্পিনার। কিন্তু তাদের কাউকে দলে নেওয়া হয়নি। ডানহাতি স্পিনারের বিষয়ে ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকার বলেন, ‘আমরা অনেক আলোচনা করেছি। হাতে অনেক বিকল্প ছিল। কিন্তু আমাদের দেখতে হয়েছে বিশ্বকাপের জন্য সেরা ১৫ জন কারা। জাদেজা, অক্ষরকে খেলানো হয়েছে দলের ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য। বাকিদের নিয়ে আলোচনা হলেও তাদের দলে নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে অশ্বিন, চাহাল, ওয়াশিংটনদের হতাশ না হয়ে তৈরি থাকার পরামর্শ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, ‘আমরা ১৫ জনের বেশি নিতে পারব না। তাই কয়েকজনকে বাদ পড়তেই হবে। কিছু করার নেই। প্রত্যেক টুর্নামেন্টেই এটা হয়। আমার ক্ষেত্রেও হয়েছে। আমিও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। তাই ওদের বলব, হতাশ না হয়ে নিজেকে তৈরি রাখতে। যাতে সুযোগ পেলেই কাজে লাগানো যায়।’ SHARES খেলাধুলা বিষয়: #ভারতডানহাতি স্পিনার
ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য আজ মঙ্গলবার দল ঘোষণা করেছে ভারত। এশিয়া কাপের দল থেকে তিনজনকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ, নতুন কোনো ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়নি। এই দলে আছে তিনজন বাঁ হাতি স্পিনার, কিন্তু কোনো ডানহাতি অফ স্পিনার নেই।
ভারতের বিশ্বকাপের দলে স্পিনার হিসাবে আছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। জাদেজা এবং অক্ষর বাঁহাতি অফ স্পিনার। কুলদীপ আবার চায়নাম্যান (বাঁ হাতি লেগ স্পিনার) বোলার।