মিরাজের পর লিটনও সাজঘরে! ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩ ছবি : এএফপি নিজস্ব প্রতিনিধি: শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। বিপৎকালীন ওপেনার মেহেদী হাসান মিরাজ আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেও আজ ব্যর্থ। শূন্য রানে নাসিম শাহর বলে ফখর জামানের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন মিরাজ।এরপর ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন লিটন কুমার দাস। পাকিস্তান পেসারদের গতি সামলে বাউন্ডারি মারতে থাকা লিটনকে ফেরান শাহিন।১৬ রানে থামে লিটনের ইনিংস। বাউন্সি বল ইউকেট কিপার রেজওয়ানের হাতে তুলে দিয়ে সাজঘরে ফেরেন লিটন। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।বাংলাদেশের একাদশ : নাইম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। SHARES খেলাধুলা বিষয়: মিরাজলিটন
শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। বিপৎকালীন ওপেনার মেহেদী হাসান মিরাজ আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেও আজ ব্যর্থ। শূন্য রানে নাসিম শাহর বলে ফখর জামানের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন মিরাজ।এরপর ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন লিটন কুমার দাস।
পাকিস্তান পেসারদের গতি সামলে বাউন্ডারি মারতে থাকা লিটনকে ফেরান শাহিন।১৬ রানে থামে লিটনের ইনিংস। বাউন্সি বল ইউকেট কিপার রেজওয়ানের হাতে তুলে দিয়ে সাজঘরে ফেরেন লিটন। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।বাংলাদেশের একাদশ : নাইম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।