মিসরে উন্মুক্ত হলো উসমানীয় যুগের মসজিদ

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩

নিজস্ব প্রতিনিধি

মিসরে উসমানীয় আমলের একটি মসজিদ পুনঃসংস্কারের পর উদ্বোধন করা হয়েছে। ১৬ শতকে মিসরের গভর্নর সুলেমান পাশা আল-খাদিম মসজিদটি নির্মাণ করেন। গত শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির পর্যটন ও পুরাকীর্তিবিষয়ক মন্ত্রী আহমেদ ইসা তা উদ্বোধন করেন। রয়টার্সের খবরে এ তথ্য জানা যায়।

জানা যায়, সুলতান সেলিমের নেতৃত্বে উসমানীয় সেনাবাহিনী মিসরে প্রবেশ করার ১১ বছর পর ১৫২৮ সালে মসজিদটি নির্মিত হয়। এটি কায়রোর প্রাচীনতম অটোমান মসজিদ। ১৯৫১ সালে তা পুরাকীর্তি নিদর্শন হিসেবে নিবন্ধিত হয়। ২৩৬০ বর্গ মিটার আয়তনবিশিষ্ট মসজিদের পাশে রয়েছে একটি প্রাচীন কবরস্থান।

মসজিদের ওপর সবুজ টাইলসের তৈরি ২২টি গম্বুজ ও বিখ্যাত ইজনিক টাইলসের তৈরি মিম্বর রয়েছে।
আহমেদ ঈসা বলেন, ‘সালাহুদ্দিন আল-আইয়ুবি দুর্গের পূর্বপ্রান্তে অবস্থিত মসজিদটি মিসরের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। দীর্ঘদিন সংস্কারকাজ চলার পর মসজিদটি সবার উন্মুক্ত করা হয়েছে। মসজিদটির শৈল্পিক ও স্থাপত্যগত গুরুত্ব রয়েছে।

মিসরীয় প্রত্নতত্ত্বের সুপ্রিম কাউন্সিলের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেন, ‘অটোমান মসজিদগুলো অনন্য বৈশিষ্ট্য হিসেবে সাধারণত এর মিনার পেনসিল আকৃতির হয়। মসজিদের আয়তনের মধ্যে রয়েছে, নামাজের বিস্তৃত স্থান, ফাতেমি যুগের কবরস্থান ও মক্তবখানা।’

মিসরে তুরস্কের রাষ্ট্রদূত সালিহ মুতলু সেন বলেন, ‘গত শনিবার সুলেমান পাশা আল-খাদিম মসজিদটি উন্মুক্ত হয়েছে। এটি মিসরে অটোমান শৈলীতে নির্মিত প্রথম মসজিদ। ২০১৭ সাল থেকে এর সংস্কারকাজ শুরু হয়।

আমাদের ইতিহাসের মূল্যবান এই পুরাকীর্তি অংশের মেরামত কাজ মিসরীয় কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করেছে। আমি তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।’
সূত্র : রয়টার্স