একটি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ।

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩

বিশেষ প্রতিনিধি : “বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারনা ও ফেইক ভিসা”শিরোনামীয় প্রচারিত সংবাদ এবং আপলোডকৃত ভিডিও somoy tv নামীয় ইউটিউব চ্যানেল এ বিগত ০৩/০৯/২০২৩ইং তারিখে প্রচারিত করা হয় যাহা অত্যন্ত দুঃখজনক ও অপ্রাসঙ্গিক।                                                          আমি মো: আহসান হাবীব, সত্তাধিকারী(আয়াত ওভারসীজ-আর এল নাম্বর-১৬৩৮) ২০১৯ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে এ যাবৎ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে ব্যাবসা পরিচালনা করে আসতেছি। সততা ও নিস্ঠার প্রতিফলন হিসেবে আমি প্রায় ১৯৫৪জন কর্মীকে সফলভাবে বিদেশে প্রেরন করিয়াছি। যাহা রেমিটেন্স যোদ্ধা তৈরিকরনে এবংআমাদের বিদ্যমান সফল অর্থনিতীতে বিশাল  অবদান রাখছে বলে আমি মনে করি।  যাহা               Ministry of expatriates welfare and overseas Employment, Bareau of manpower employment and training (BMET)এর ওয়েব সাইটে বিদ্যমান আছে।              অত্যন্ত দুঃখজনক বিষয় এই যে,উল্লেখিত সংবাদের প্রতিবেদক আতাউর কাওসার রাসেল ও লাভলু নামীয় ২জন কর্মীর কথা প্রচার করেন।তাহারা দুজনেই মিথ্যা তথ্য দিয়া বিদেশে গমন করে বাস্তবতায় যাহা সামলাতে আমার কোম্পানি ও সুনামের দিকে নজর রেখে অনেক বড় অর্থনৈতিক  Loss গুনতে হয়।আরও বড় প্রমান হল ‘work agreement ও অংগীকার নামা’ যাহা উক্ত প্রতিবেদক যাচাই বাছাই না করে প্রতিবেদন টি প্রচার করেন।                                                         প্রতিবেদক কিসের উপর ভিত্তি করে এই স্থির চিত্র ও ভিডিও প্রতিবেদনে সংযুক্ত করিয়াছেন তাহা আমার বোধগম্য নহে।                                             উপরন্তু কোন সুস্পস্ট প্রমাণ ছাড়া প্রচারিত খবর উদ্দেশ্য প্রনোদিত ভাবে নানারকম বিভ্রান্তি মুলক বক্তব্য প্রচার করা হইয়াছে যাহা সম্পুর্ন মনগড়া ও বানোয়াট।                                                              আমি আয়াত ওভারসীজ এর সত্তাধিকারী হিসাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।                                somoy tv ও নামীয় ইউটিউব চ্যানেলে প্রচারিত মিথ্যাচার ভিত্তিহীন সংবাদ প্রচার করিয়া আমার ব্যাবসাহিক ও আর্থিক দুইই  চরমভাবে বেহত করিয়াছে। আমি এই সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।