‘ইংল্যান্ডকে আবার আপসেট করে দিতে পারে বাংলাদেশ’ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩ নিজস্ব প্রতিনিধি পরিসংখ্যান বা শক্তিমত্তায় বাংলাদেশের থেকে এগিয়ে ইংল্যান্ড। মুখোমুখি ২৪ দেখায় ইংলিশরা যেখানে ১৯ বার জয় পেয়েছে, সেখানে বাংলাদেশ জিতেছে মোটে পাঁচবার। তবে বিশ্বকাপের প্রসঙ্গে এলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর বাংলাদেশের। সমান দুবার করে জিতেছে দুই দল। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই যেতে পারেনি ইংলিশরা। কাল ধর্মশালায় আবার মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। এই ম্যাচে জস বাটলারের দলকে হারিয়ে আবার বাংলাদেশ অঘটনের জন্ম দিতে পারে বলে মনে করেন ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর। ক্রিকইনফোর সঙ্গে আলাপে ওয়াসিম বলেছেন, ‘তাদেরকে (বাংলাদেশ) এখন শুধু বেসিক কাজগুলো করতে হবে। আমার মনে হয় তারা এমন একটা দল, যারা কিনা ইংল্যান্ডকে আবারও আপসেট করে দিতে পারে। এটা তারা আগেও করেছে। আপনি আসলে বলতে পারবেন না কী হবে।’ বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন ওয়াসিম। অতীতে জাতীয় দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। সে হিসাবে বাংলাদেশ দল সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে ওয়াসিমের। সেই অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে হলে বাংলাদেশের ওপেনিং জুটিকে দায়িত্ব নিতে হবে। ওয়াসিম বলেন, ‘তাদের টপ অর্ডারকে জ্বলে উঠতে হবে, বিশেষ করে ওপেনারদের। সব মিলিয়ে তরুণ ও অভিজ্ঞদের মিলে তারা ভালো দল। SHARES খেলাধুলা বিষয়: আইসিসিইংল্যান্ডক্রিকেটবাংলাদেশ
পরিসংখ্যান বা শক্তিমত্তায় বাংলাদেশের থেকে এগিয়ে ইংল্যান্ড। মুখোমুখি ২৪ দেখায় ইংলিশরা যেখানে ১৯ বার জয় পেয়েছে, সেখানে বাংলাদেশ জিতেছে মোটে পাঁচবার। তবে বিশ্বকাপের প্রসঙ্গে এলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর বাংলাদেশের। সমান দুবার করে জিতেছে দুই দল।
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই যেতে পারেনি ইংলিশরা। কাল ধর্মশালায় আবার মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। এই ম্যাচে জস বাটলারের দলকে হারিয়ে আবার বাংলাদেশ অঘটনের জন্ম দিতে পারে বলে মনে করেন ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর। ক্রিকইনফোর সঙ্গে আলাপে ওয়াসিম বলেছেন, ‘তাদেরকে (বাংলাদেশ) এখন শুধু বেসিক কাজগুলো করতে হবে।
আমার মনে হয় তারা এমন একটা দল, যারা কিনা ইংল্যান্ডকে আবারও আপসেট করে দিতে পারে। এটা তারা আগেও করেছে। আপনি আসলে বলতে পারবেন না কী হবে।’ বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন ওয়াসিম।
অতীতে জাতীয় দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। সে হিসাবে বাংলাদেশ দল সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে ওয়াসিমের। সেই অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে হলে বাংলাদেশের ওপেনিং জুটিকে দায়িত্ব নিতে হবে। ওয়াসিম বলেন, ‘তাদের টপ অর্ডারকে জ্বলে উঠতে হবে, বিশেষ করে ওপেনারদের। সব মিলিয়ে তরুণ ও অভিজ্ঞদের মিলে তারা ভালো দল।