জিকো, মোরসালিনের জায়গা নিচ্ছেন যাঁরা ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩ নিজস্ব প্রতিনিধি শৃঙ্খলাজনিত কারণে জাতীয় দলের গুরুত্বপূর্ণ তিন ফুটবলার আনিসুর রহমান, তপু বর্মন ও শেখ মোরসালিন নিষিদ্ধ হওয়ার পর গতকালই প্রথম এই ইস্যুতে কথা বলেছেন কোচ হাভিয়ের কাবরেরা। মালদ্বীপে বিশ্বকাপ বাছাই প্লে অফের প্রথম লেগ খেলতে যাওয়ার আগে এদিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়। তাতে স্প্যানিশ এই কোচ আশ্বস্ত করেছেন যে, জিকো মোরসালিনদের ছাড়াই এই দলটি এই বাছাই প্লে অফ উতরানোর সামর্থ্য রাখে। ‘এটা খুবই হতাশাজনক এবং মেনে নেওয়া যায় না- এমন একটা খবর ছিল আমাদের জন্য। তবে আমরা যখন সিদ্ধান্তটা নিয়েছি (ওদের বাইরে রাখার), তখন এটা ভেবেই নিয়েছি যে এই পরিস্থিতি মোকাবেলা করার সামর্থ্য আমাদের আছে। গত সাফ, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ এবং সবশেষ এশিয়াডের পারফরম্যান্স থেকে আমি বলতে পারি দলে তাদের জায়গা নেওয়ার মত খেলোয়াড় আমাদের আছে।’ কাবরেরা সেই খেলোয়াড়দের নাম উল্লেখ না করলেও অধিনায়ক জামাল ভূইয়া স্পষ্ট করেই বলেছেন, ‘এশিয়াডে মিতুল মারমা যেভাবে খেলেছে তাতে আমার বিশ্বাস জাতীয় দলেও সে ভাল করবে। আর আক্রমণভাগে আমাদের ফাহিম (ফয়সাল আহমেদ) আছে। আমি মনে করি ও- ও এই সুযোগটা কাজে লাগাবে।’ অর্থাত্ পোস্টের নিচে অভিজ্ঞ আনিসুরের জায়গা নিচ্ছেন তরুণ মিতুল। আর ফরোয়ার্ড লাইনে ফয়সাল। আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বদলী খেলেছিলেন ফয়সাল, নেমেই গোলের সুযোগ তৈরী করেছিলেন তিনি। সেন্ট্রাল ডিফেন্সে তপু বর্মন অনেকদিন ধরেই ভরসার জায়গা। দলে ফুব্যাক আছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে বিশ্বনাথ ঘোষের অভিজ্ঞতা আছে সেন্টার ব্যাক হিসেবে খেলার। তারিক কাজীর সঙ্গী হতে পারেন, তাছাড়া আছেন হাসান মুরাদ। SHARES খেলাধুলা বিষয়: জাতীয় দলমোরসালিন
শৃঙ্খলাজনিত কারণে জাতীয় দলের গুরুত্বপূর্ণ তিন ফুটবলার আনিসুর রহমান, তপু বর্মন ও শেখ মোরসালিন নিষিদ্ধ হওয়ার পর গতকালই প্রথম এই ইস্যুতে কথা বলেছেন কোচ হাভিয়ের কাবরেরা। মালদ্বীপে বিশ্বকাপ বাছাই প্লে অফের প্রথম লেগ খেলতে যাওয়ার আগে এদিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়। তাতে স্প্যানিশ এই কোচ আশ্বস্ত করেছেন যে, জিকো মোরসালিনদের ছাড়াই এই দলটি এই বাছাই প্লে অফ উতরানোর সামর্থ্য রাখে। ‘এটা খুবই হতাশাজনক এবং মেনে নেওয়া যায় না- এমন একটা খবর ছিল আমাদের জন্য।
তবে আমরা যখন সিদ্ধান্তটা নিয়েছি (ওদের বাইরে রাখার), তখন এটা ভেবেই নিয়েছি যে এই পরিস্থিতি মোকাবেলা করার সামর্থ্য আমাদের আছে। গত সাফ, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ এবং সবশেষ এশিয়াডের পারফরম্যান্স থেকে আমি বলতে পারি দলে তাদের জায়গা নেওয়ার মত খেলোয়াড় আমাদের আছে।’ কাবরেরা সেই খেলোয়াড়দের নাম উল্লেখ না করলেও অধিনায়ক জামাল ভূইয়া স্পষ্ট করেই বলেছেন, ‘এশিয়াডে মিতুল মারমা যেভাবে খেলেছে তাতে আমার বিশ্বাস জাতীয় দলেও সে ভাল করবে। আর আক্রমণভাগে আমাদের ফাহিম (ফয়সাল আহমেদ) আছে।
আমি মনে করি ও- ও এই সুযোগটা কাজে লাগাবে।’ অর্থাত্ পোস্টের নিচে অভিজ্ঞ আনিসুরের জায়গা নিচ্ছেন তরুণ মিতুল। আর ফরোয়ার্ড লাইনে ফয়সাল। আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বদলী খেলেছিলেন ফয়সাল, নেমেই গোলের সুযোগ তৈরী করেছিলেন তিনি।
সেন্ট্রাল ডিফেন্সে তপু বর্মন অনেকদিন ধরেই ভরসার জায়গা। দলে ফুব্যাক আছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে বিশ্বনাথ ঘোষের অভিজ্ঞতা আছে সেন্টার ব্যাক হিসেবে খেলার। তারিক কাজীর সঙ্গী হতে পারেন, তাছাড়া আছেন হাসান মুরাদ।