পাকিস্তানের জয়ে লাভ হলো দক্ষিণ আফ্রিকার

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিনিধি

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল পাকিস্তান। কিন্তু বৃষ্টি পণ্ড বাধায় খেলায়। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ২১ রানে জেতে পাকিস্তান। এতে লাভ হয়েছে দক্ষিণ আফ্রিকার।

দ্বিতীয় দল হিসেবে পৌঁছে গেছে বিশ্বকাপের সেমিফাইনালে। এর আগে প্রথম দল হিসেবে শেষ চারে নাম লিখিয়েছে ভারত। 

৭ ম্যাচে ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে প্রোটিয়ারা। এতে সেরা চার থেকে বাইরে যাওয়ার সুযোগ নেই কুইন্টন ডি ককদের।

পয়েন্ট তালিকার দিকে তাকালে দেখা যাবে, ছয় ম্যাচে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৮। বাকি তিন ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ১৪। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিউজিল্যান্ডের। তাদের সামনে কোনো সুযোগ নেই।
৮ পয়েন্ট পাওয়া পাকিস্তানেরও সুযোগ নেই। তাদের হাতে আছে আর একটি ম্যাচ। 

৭ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া আফগানিস্তানের বাকি দুই ম্যাচ। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ আফগানিস্তান জিতলেও দক্ষিণ আফ্রিকা থাকবে সেরা চারের মধ্যেই।