ফিরলেন মোরসালিন, নতুন মুখ চন্দন ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩ নিজস্ব প্রতিনিধি অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচের জন্য আগামীকাল থেকে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। আজ কোচ হাভিয়ের কাবরেরা প্রস্তুতি ক্যাম্পের জন্য ৩০ খেলোয়াড়েরর নাম ঘোষণা করেছেন। যেখানে শৃঙ্খলাজনিত কারণে মালদ্বীপের বিপক্ষে প্লে অফের কোন লেগেই জায়গা না পাওয়া শেখ মোরসালিনকে ফিরিয়েছেন তিনি। কাবরেরা এই দলে এলিট একাডেমি থেকে মাত্রই উঠে আসা তরুণ মিডফিল্ডার চন্দন রায়কেও রেখেছেন। এলিট একাডেমির সবশেষ নিলামে চন্দনকে কিনে নেয় শেখ রাসেল ক্রীড়া চক্র। স্বাধীনতা কাপে রাসেলের জার্সিতে সেই চন্দনের পারফরম্যান্স মনে ধরেছে তাঁর। এছাড়া এবারের দলে ফিরেছেন সেন্ট্রাল ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি ও গোলরক্ষক মাহফুজ হাসান। রিয়াদ একটা সময় জাতীয় দলে নিয়মিত খেলেছেন। তপু বর্মনের নিষেধাজ্ঞায় আবার ডাক পড়লো তাঁর। গোলরক্ষক আনিসুর রহমান নিষিদ্ধ আগামী মার্চ পর্যন্ত। দলে মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও পাপ্পু হাসানের সঙ্গে এবার ডাক পেয়েছেন শেখ জামালের গোলরক্ষক মাহফুজ হাসান। ক্লাবে মোরসালিনের নিষেধাজ্ঞা উঠে যায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় লেগ খেলার আগেই। কাবরেরা তবু তাঁকে রাখেননি সেই ম্যাচে। এবার মূল বাছাইয়ের আগে ঠিই ফেরালেন এই তরুণ ফরোয়ার্ডকে। ক্যাম্পে ডাক পাওয়া বসুন্ধরা কিংসের ফুটবলাররা অবশ্য অনুশীলনে যোগ দেবেন তাদের এএফসি কাপ ম্যাচের পর ৯ নভেম্বর। SHARES খেলাধুলা বিষয়: দলবাংলাদেশমোরসালিন
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচের জন্য আগামীকাল থেকে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। আজ কোচ হাভিয়ের কাবরেরা প্রস্তুতি ক্যাম্পের জন্য ৩০ খেলোয়াড়েরর নাম ঘোষণা করেছেন। যেখানে শৃঙ্খলাজনিত কারণে মালদ্বীপের বিপক্ষে প্লে অফের কোন লেগেই জায়গা না পাওয়া শেখ মোরসালিনকে ফিরিয়েছেন তিনি। কাবরেরা এই দলে এলিট একাডেমি থেকে মাত্রই উঠে আসা তরুণ মিডফিল্ডার চন্দন রায়কেও রেখেছেন।
এলিট একাডেমির সবশেষ নিলামে চন্দনকে কিনে নেয় শেখ রাসেল ক্রীড়া চক্র। স্বাধীনতা কাপে রাসেলের জার্সিতে সেই চন্দনের পারফরম্যান্স মনে ধরেছে তাঁর। এছাড়া এবারের দলে ফিরেছেন সেন্ট্রাল ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি ও গোলরক্ষক মাহফুজ হাসান। রিয়াদ একটা সময় জাতীয় দলে নিয়মিত খেলেছেন।
তপু বর্মনের নিষেধাজ্ঞায় আবার ডাক পড়লো তাঁর। গোলরক্ষক আনিসুর রহমান নিষিদ্ধ আগামী মার্চ পর্যন্ত। দলে মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও পাপ্পু হাসানের সঙ্গে এবার ডাক পেয়েছেন শেখ জামালের গোলরক্ষক মাহফুজ হাসান। ক্লাবে মোরসালিনের নিষেধাজ্ঞা উঠে যায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় লেগ খেলার আগেই।
কাবরেরা তবু তাঁকে রাখেননি সেই ম্যাচে। এবার মূল বাছাইয়ের আগে ঠিই ফেরালেন এই তরুণ ফরোয়ার্ডকে। ক্যাম্পে ডাক পাওয়া বসুন্ধরা কিংসের ফুটবলাররা অবশ্য অনুশীলনে যোগ দেবেন তাদের এএফসি কাপ ম্যাচের পর ৯ নভেম্বর।