কোহলিদের জার্সি গায়ে চেপে যা বললেন মুলার ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩ ভারতের জার্সিতে মুলার। ছবি : এক্স নিজস্ব প্রতিনিধি ক্রিকেট নিয়ে টমাস মুলারের আগ্রহটা বেশ পুরনো। ২০১৯ বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে চাপিয়ে বিরাট কোহলিদের শুভেচ্ছা জানিয়েছিলেন বিশ্বকাপজয়ী জার্মান এই ফুটবলার। চার বছর পর একই রূপে ফিরেছেন মুলার। বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচের আগে কোহলিদের জার্সি গায়ে চেপে শুভেচ্ছা জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে টমাস মুলারকে জার্সি উপহার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জার্সির পেছনে মুলারের নাম ও ২৫ নম্বর খোদাই করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে পোস্ট করেছেন মুলার নিজেই। জার্সি গায়ে চাপানোর পর মুলার লিখেছেন, ‘এটা দেখো বিরাট কোহলি। জার্সির জন্য ধন্যবাদ ভারতীয় ক্রিকেট বোর্ডকে। বিশ্বকাপের জন্য শুভ কামনা।’ SHARES খেলাধুলা বিষয়: #ভারতকোহলিটমাস মুলার
ক্রিকেট নিয়ে টমাস মুলারের আগ্রহটা বেশ পুরনো। ২০১৯ বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে চাপিয়ে বিরাট কোহলিদের শুভেচ্ছা জানিয়েছিলেন বিশ্বকাপজয়ী জার্মান এই ফুটবলার। চার বছর পর একই রূপে ফিরেছেন মুলার। বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচের আগে কোহলিদের জার্সি গায়ে চেপে শুভেচ্ছা জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে টমাস মুলারকে জার্সি উপহার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জার্সির পেছনে মুলারের নাম ও ২৫ নম্বর খোদাই করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে পোস্ট করেছেন মুলার নিজেই।
জার্সি গায়ে চাপানোর পর মুলার লিখেছেন, ‘এটা দেখো বিরাট কোহলি। জার্সির জন্য ধন্যবাদ ভারতীয় ক্রিকেট বোর্ডকে। বিশ্বকাপের জন্য শুভ কামনা।’