বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া সিরিজেও নেই পাণ্ডে ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩ বিশ্বকাপের পর অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হবে না হার্দিক পাণ্ডের। ছবি : ক্রিকইনফো নিজস্ব প্রতিবেদক বিশ্বকাপের চার দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজের জন্য কয়েক দিনের মধ্যে দল ঘোষণা করা হবে। তবে ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলা হবে না হার্দিক পাণ্ডের। পুনেতে বাংলাদেশের বিপক্ষে নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান পাণ্ডে। দ্রুতই সেরে ওঠার কথা বলা হলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই ছিটকে যান এই অলরাউন্ডার। পুনে থেকে দলের সঙ্গে ধর্মশালায়ও যাননি পাণ্ডে। বরং বেঙ্গালুরুতে গিয়ে শুরু করেন পুনর্বাসন প্রক্রিয়া। প্রাথমিকভাবে আশা করা হয়, প্রথম পর্বের শেষ দিকে ফিরবেন পারবেন। সেটি আর হয়নি। তাঁর বদলি হিসেবে প্রসিধ কৃষ্ণাকে দলে নেয় ভারত। অ্যাঙ্কেলের ফোলা বেড়ে যাওয়ায় আপাতত পুরোপুরি বিশ্রামে থাকবেন পাণ্ডে। এদিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে বিশ্বকাপ দলের বেশির ভাগ সদস্যই বিশ্রামে থাকবেন বলে জানিয়েছে ক্রিকইনফো। দলকে নেতৃত্ব দিতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়। ভিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৩ নভেম্বর। ত্রিভ্যান্ড্রাম, গুয়াহাটি, নাগপুর ও বেঙ্গালুরুতে পরের চার ম্যাচ যথাক্রমে ২৬, ২৮ নভেম্বর ও ১, ৩ ডিসেম্বর। SHARES খেলাধুলা বিষয়: #ভারতঅস্ট্রেলিয়াবিশ্বকাপ
বিশ্বকাপের চার দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজের জন্য কয়েক দিনের মধ্যে দল ঘোষণা করা হবে। তবে ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলা হবে না হার্দিক পাণ্ডের। পুনেতে বাংলাদেশের বিপক্ষে নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান পাণ্ডে।
দ্রুতই সেরে ওঠার কথা বলা হলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই ছিটকে যান এই অলরাউন্ডার। পুনে থেকে দলের সঙ্গে ধর্মশালায়ও যাননি পাণ্ডে। বরং বেঙ্গালুরুতে গিয়ে শুরু করেন পুনর্বাসন প্রক্রিয়া। প্রাথমিকভাবে আশা করা হয়, প্রথম পর্বের শেষ দিকে ফিরবেন পারবেন।
সেটি আর হয়নি। তাঁর বদলি হিসেবে প্রসিধ কৃষ্ণাকে দলে নেয় ভারত। অ্যাঙ্কেলের ফোলা বেড়ে যাওয়ায় আপাতত পুরোপুরি বিশ্রামে থাকবেন পাণ্ডে। এদিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে বিশ্বকাপ দলের বেশির ভাগ সদস্যই বিশ্রামে থাকবেন বলে জানিয়েছে ক্রিকইনফো।
দলকে নেতৃত্ব দিতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়। ভিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৩ নভেম্বর। ত্রিভ্যান্ড্রাম, গুয়াহাটি, নাগপুর ও বেঙ্গালুরুতে পরের চার ম্যাচ যথাক্রমে ২৬, ২৮ নভেম্বর ও ১, ৩ ডিসেম্বর।