শুক্রবার ভোরে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩ ছন্দে ধরে রাখতে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছেন লিওনেল মেসিরা। ছবিঃ এএফপি নিজস্ব প্রতিনিধি গত বছর কাতারে বিশ্বকাপ জেতার পর থেকে আরো দুর্বার আর্জেন্টিনা। বিশ্বসেরার মুকুট মাথায় এ বছর আট ম্যাচ খেলে জিতেছে সবগুলো। প্রতিপক্ষের জালে ২০ বার বল পাঠানোর পাশাপাশি কোনো গোল হজম করেনি বিশ্বচ্যাম্পিয়নরা। এই ছন্দে ধরে রাখতে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছেন লিওনেল মেসিরা। এদিন মাঠে নামছে ব্রাজিলও। ছন্দ ফিরে পাওয়ার চ্যালেঞ্জে সেলেসাওদের প্রতিপক্ষ কলম্বিয়া। বাছাইয়ে চার ম্যাচই জিতে দারুণ শুরু পেয়েছে আর্জেন্টিনা। আছে পয়েন্ট তালিকার শীর্ষে। ঘরের মাঠে উরুগুয়েকে হারাতে পারলে অনেকটা এগিয়ে যাবে আলবিসেলেস্তেরা। অষ্টম ব্যালন ডি’অর জেতা লিওনেল মেসি গত দুই দিন দলের সঙ্গে অনুশীলন করেছেন। দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়েও আছে ছন্দে। সর্বশেষ ম্যাচে তারা হারিয়েছে ব্রাজিলকে। ৭ পয়েন্ট নিয়ে তারা তালিকার দুইয়ে। এই ম্যাচ দিয়ে আবারও উরুগুয়ের জার্সিতে ফিরছেন রেকর্ড ৬৮ গোল করা লুইস সুয়ারেস। গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার আর দলে জায়গা হয়নি সুয়ারেসের। চোট কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরছেন আনহেল দি মারিয়া ও পাওলো দিবালা। আগামী বছরের জুনে হতে যাওয়া কোপা আমেরিকার আগে ঘরের মাঠে আর কোনো ম্যাচ নেই আর্জেন্টিনার। সে ক্ষেত্রে দেশের মাটিতে এটিই হতে পারে দি মারিয়ার শেষ ম্যাচ। কারণ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার পরই অবসরে যাওয়ার কথা এই উইঙ্গারের। দারুণ ছন্দে থাকায় শীর্ষদের কৃতিত্ব দিয়েছেন স্কালোনি,’এই দল প্রমাণ করেছে প্রতিপক্ষ যেই হোক না কেন তারা লড়াই করতে জানে। উপলক্ষে আমাদের জেগে উঠতে হবে। লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।’ এদিকে কলম্বিয়া ম্যাচকে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখছে ব্রাজিল। গত মাসে বাছাইয়ের দুই ম্যাচেই জয়হীন ছিল সেলেসাওরা। লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া নেইমারের সঙ্গে কাসেমিরোকেও পাচ্ছে না পাঁচবারের চ্যাম্পিয়নরা। এতে অনেকটাই শক্তি হারিয়েছে ফার্নান্দো দিনিজের দল। তবে ক্লাব ফুটবলে রদ্রিগো ও ভিনিসিয়ুস আছেন দারুণ ফর্মে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে কলম্বিয়াকে হারিয়ে জয়ে ফেরাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের জন্য। তবে প্রতিপক্ষের মাঠে কাজটা সহজ হবে না বলছেন সেলেসাওদের অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। টিওয়াইসি SHARES খেলাধুলা বিষয়: আর্জেন্টিনাব্রাজিল
গত বছর কাতারে বিশ্বকাপ জেতার পর থেকে আরো দুর্বার আর্জেন্টিনা। বিশ্বসেরার মুকুট মাথায় এ বছর আট ম্যাচ খেলে জিতেছে সবগুলো। প্রতিপক্ষের জালে ২০ বার বল পাঠানোর পাশাপাশি কোনো গোল হজম করেনি বিশ্বচ্যাম্পিয়নরা। এই ছন্দে ধরে রাখতে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছেন লিওনেল মেসিরা।
এদিন মাঠে নামছে ব্রাজিলও। ছন্দ ফিরে পাওয়ার চ্যালেঞ্জে সেলেসাওদের প্রতিপক্ষ কলম্বিয়া। বাছাইয়ে চার ম্যাচই জিতে দারুণ শুরু পেয়েছে আর্জেন্টিনা। আছে পয়েন্ট তালিকার শীর্ষে।
ঘরের মাঠে উরুগুয়েকে হারাতে পারলে অনেকটা এগিয়ে যাবে আলবিসেলেস্তেরা। অষ্টম ব্যালন ডি’অর জেতা লিওনেল মেসি গত দুই দিন দলের সঙ্গে অনুশীলন করেছেন। দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়েও আছে ছন্দে। সর্বশেষ ম্যাচে তারা হারিয়েছে ব্রাজিলকে।
৭ পয়েন্ট নিয়ে তারা তালিকার দুইয়ে। এই ম্যাচ দিয়ে আবারও উরুগুয়ের জার্সিতে ফিরছেন রেকর্ড ৬৮ গোল করা লুইস সুয়ারেস। গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার আর দলে জায়গা হয়নি সুয়ারেসের। চোট কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরছেন আনহেল দি মারিয়া ও পাওলো দিবালা। আগামী বছরের জুনে হতে যাওয়া কোপা আমেরিকার আগে ঘরের মাঠে আর কোনো ম্যাচ নেই আর্জেন্টিনার।
সে ক্ষেত্রে দেশের মাটিতে এটিই হতে পারে দি মারিয়ার শেষ ম্যাচ। কারণ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার পরই অবসরে যাওয়ার কথা এই উইঙ্গারের। দারুণ ছন্দে থাকায় শীর্ষদের কৃতিত্ব দিয়েছেন স্কালোনি,’এই দল প্রমাণ করেছে প্রতিপক্ষ যেই হোক না কেন তারা লড়াই করতে জানে। উপলক্ষে আমাদের জেগে উঠতে হবে। লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।’ এদিকে কলম্বিয়া ম্যাচকে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখছে ব্রাজিল। গত মাসে বাছাইয়ের দুই ম্যাচেই জয়হীন ছিল সেলেসাওরা। লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া নেইমারের সঙ্গে কাসেমিরোকেও পাচ্ছে না পাঁচবারের চ্যাম্পিয়নরা। এতে অনেকটাই শক্তি হারিয়েছে ফার্নান্দো দিনিজের দল। তবে ক্লাব ফুটবলে রদ্রিগো ও ভিনিসিয়ুস আছেন দারুণ ফর্মে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে কলম্বিয়াকে হারিয়ে জয়ে ফেরাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের জন্য। তবে প্রতিপক্ষের মাঠে কাজটা সহজ হবে না বলছেন সেলেসাওদের অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। টিওয়াইসি