ছোটদের বিশ্বকাপে জিতেছে ব্রাজিল ও আর্জেন্টিনা ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৩ ব্রাজিলের উদযাপন। ছবি : এএফপি নিজস্ব প্রতিনিধি বড়দের বিশ্বকাপ বাছাইয়ে একইদিনে হারের তেতো স্বাদ পেয়েছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে ছোটদের বিশ্বকাপে এদিন জিতেছে দুই দলই। জাকার্তায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনা ৪-০ গোলে পোল্যান্ডকে এবং ব্রাজিল ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে নক আউটে খেলাও নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনার কিশোররা। ব্রাজিলের কাছে হেরেও অবশ্য গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দল। তাদের সমান ৬ পয়েন্ট নিয়েও ব্রাজিল দ্বিতীয় এবং ইরান তৃতীয় হয়ে পা রেখেছে নক আউটে। অন্যদিকে পোল্যান্ডের বিপক্ষে বড় জয়ে গ্রুপ ‘ডি’র সেরা হয়ে পরের রাউন্ডে পা রেখেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। তাদের সমান ৬ পয়েন্ট করে অর্জন করে দ্বিতীয় ও তৃতীয় হয়ে নকআউট পর্বে উঠেছে যথাক্রমে সেনেগাল ও জাপান। ইন্দোনেশিয়ার জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু থেকে শেষ অবধি আধিপত্য বিস্তার করে খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনার ছোটরা। দলের বড় জয়ে একবার করে লক্ষ্যভেদ করেছেন থিয়াগো লাপল্যাস, অগাস্তিন রুবার্তো, ইয়ান সুবিয়াব্রে এ্ং সান্তিয়িাগো লোপেজ। অন্যদিকে তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে ৪৩ মিনিটে ব্রাজিল দলকে এগিয়ে নেন কাওয়া। ৫৪ মিনিটে ব্যবধান ২-০ করেছেন দা মাতা। ইংল্যান্ডের হয়ে ৭৪ মিনিটে একটি গোল শোধ দেন জোয়েল এনডালা। ইএসপিএন SHARES খেলাধুলা বিষয়: আর্জেন্টিনাব্রাজিল
বড়দের বিশ্বকাপ বাছাইয়ে একইদিনে হারের তেতো স্বাদ পেয়েছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে ছোটদের বিশ্বকাপে এদিন জিতেছে দুই দলই। জাকার্তায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনা ৪-০ গোলে পোল্যান্ডকে এবং ব্রাজিল ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে নক আউটে খেলাও নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনার কিশোররা।
ব্রাজিলের কাছে হেরেও অবশ্য গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দল। তাদের সমান ৬ পয়েন্ট নিয়েও ব্রাজিল দ্বিতীয় এবং ইরান তৃতীয় হয়ে পা রেখেছে নক আউটে। অন্যদিকে পোল্যান্ডের বিপক্ষে বড় জয়ে গ্রুপ ‘ডি’র সেরা হয়ে পরের রাউন্ডে পা রেখেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। তাদের সমান ৬ পয়েন্ট করে অর্জন করে দ্বিতীয় ও তৃতীয় হয়ে নকআউট পর্বে উঠেছে যথাক্রমে সেনেগাল ও জাপান।
ইন্দোনেশিয়ার জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু থেকে শেষ অবধি আধিপত্য বিস্তার করে খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনার ছোটরা। দলের বড় জয়ে একবার করে লক্ষ্যভেদ করেছেন থিয়াগো লাপল্যাস, অগাস্তিন রুবার্তো, ইয়ান সুবিয়াব্রে এ্ং সান্তিয়িাগো লোপেজ। অন্যদিকে তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে ৪৩ মিনিটে ব্রাজিল দলকে এগিয়ে নেন কাওয়া। ৫৪ মিনিটে ব্যবধান ২-০ করেছেন দা মাতা।