২৪ ঘণ্টার ভেতর পদ হারালেন সালমান বাট ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩ সালমান বাট। ছবি : ক্রিকইনফো নিজস্ব প্রতিনিধি বিশ্বকাপ ব্যর্থতার পর দ্রুতই বেশ কিছু নাটকীয় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মোহাম্মদ হাফিজকে প্রধান কোচ করার পর ওয়াহাব রিয়াজকে করা হয় প্রধান নির্বাচক। ওয়াহাবের অধীনে নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছিলেন কামরান আকমল, রাও ইফতেখার আনজুম এবং সালমান বাট। তবে কমিটিতে সালমানের থাকা নিয়ে চরম সমালোচনার মুখে পড়ে পিসিবি। আর তাতে নাম ঘোষণার ২৪ ঘণ্টার ভেতর ওই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ এই বিষয়টি জানিয়েছেন। বাটকে নির্বাচক প্যানেলে নেওয়ায় ওয়াহাবের বিরুদ্ধে পক্ষপাতমূলক আঙুল তোলে দেশটির গণমাধ্যম। এ নিয়ে ওয়াহাব বলেছেন, ‘মানুষ সালমান এবং আমাকে নিয়ে অনেক ধরণের কথা বলছিল। সালমানকে যুক্ত করার সিদ্ধান্তটি আমার ছিল, কারণ সালমানের ক্রিকেট মেধা অনেক ভালো। তবে এখন আমি ওই সিদ্ধান্ত থেকে সরে আসছি। আমি সালমানকে এর মধ্যে জানিয়েছে যে, সে আর আমার দলে নেই।’ ফিক্সিং কেলেঙ্কারিতে পাঁচ বছর সাজা পাওয়া সালমানকে কেন নির্বাচক প্যানেলে নেওয়া হলো এই নিয়ে সমালোচনা চলছিল। সেই সঙ্গে ওয়াহাবের সঙ্গে তার ঘনিষ্ঠতায় উঠে স্বজনপ্রীতির অভিযোগ। তিন নির্বাচকের বাড়িই পাঞ্জাব। ওয়াহাব পাঞ্জাবের রাজ্য সরকারের মন্ত্রী। এতে করে অন্য রাজ্য বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ উঠে। এই বাস্তবতার কথা মাথায় রেখে এক প্রকার বাধ্য হয়ে সালমানকে সরিয়ে দেওয়া হয়েছে। SHARES খেলাধুলা বিষয়: সালমান বাট
বিশ্বকাপ ব্যর্থতার পর দ্রুতই বেশ কিছু নাটকীয় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মোহাম্মদ হাফিজকে প্রধান কোচ করার পর ওয়াহাব রিয়াজকে করা হয় প্রধান নির্বাচক। ওয়াহাবের অধীনে নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছিলেন কামরান আকমল, রাও ইফতেখার আনজুম এবং সালমান বাট। তবে কমিটিতে সালমানের থাকা নিয়ে চরম সমালোচনার মুখে পড়ে পিসিবি।
আর তাতে নাম ঘোষণার ২৪ ঘণ্টার ভেতর ওই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ এই বিষয়টি জানিয়েছেন। বাটকে নির্বাচক প্যানেলে নেওয়ায় ওয়াহাবের বিরুদ্ধে পক্ষপাতমূলক আঙুল তোলে দেশটির গণমাধ্যম। এ নিয়ে ওয়াহাব বলেছেন, ‘মানুষ সালমান এবং আমাকে নিয়ে অনেক ধরণের কথা বলছিল।
সালমানকে যুক্ত করার সিদ্ধান্তটি আমার ছিল, কারণ সালমানের ক্রিকেট মেধা অনেক ভালো। তবে এখন আমি ওই সিদ্ধান্ত থেকে সরে আসছি। আমি সালমানকে এর মধ্যে জানিয়েছে যে, সে আর আমার দলে নেই।’ ফিক্সিং কেলেঙ্কারিতে পাঁচ বছর সাজা পাওয়া সালমানকে কেন নির্বাচক প্যানেলে নেওয়া হলো এই নিয়ে সমালোচনা চলছিল।
সেই সঙ্গে ওয়াহাবের সঙ্গে তার ঘনিষ্ঠতায় উঠে স্বজনপ্রীতির অভিযোগ। তিন নির্বাচকের বাড়িই পাঞ্জাব। ওয়াহাব পাঞ্জাবের রাজ্য সরকারের মন্ত্রী। এতে করে অন্য রাজ্য বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ উঠে। এই বাস্তবতার কথা মাথায় রেখে এক প্রকার বাধ্য হয়ে সালমানকে সরিয়ে দেওয়া হয়েছে।