ওয়ার্নারের শেষটা রাঙাতে দেবে না পাকিস্তান

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩
সাদা পোশাকে ওয়ার্নারের বিদায় রাঙাতে দিবেন না বলে জানিয়েছেন শাহিন শাহ আফ্রিদি

নিজস্ব প্রতিনিধি

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এই ফরম্যাট থেকে বিদায় নেবেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। আগামী ১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে দুই দলের লড়াই। প্রথম ম্যাচের জন্য ১৪ সদস্যের দলে ওয়ার্নারকে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্প্রতি টেস্টে ছন্দ হারানো ওয়ার্নারের সাদা পোশাকের বিদায় রাঙাতে দিবেন না বলে জানিয়েছেন শাহিন শাহ আফ্রিদি।

ওয়ার্নারকে প্রশংসা করে পাকিস্তানি পেসার বলেছেন, ‘অস্ট্রেলিয়ার জার্সিতে ডেভিড ওয়ার্নারের অসাধারণ একটি ক্রিকেট ক্যারিয়ার আছে। শুধুমাত্র টি-টোয়েন্টিতে নয়, তিন ফরম্যাটেই। মানুষ হিসেবে সে অসাধারণ।’ তবে তার শেষটা রাঙাতে দিবেন না বলেই জানালেন শাহিন, ‘টেস্টে এটাই তার শেষ সিরিজ।

আমি আশাবাদি, তার বিদায়টা খুব ভালো হবে না।’ 

গত জুনে ওয়ার্নার জানিয়েছিলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজে ভালো করে যদি পাকিস্তান সিরিজে সুযোগ পাই, তাহলে সেখানেই টেস্ট থেকে সরে দাঁড়াব। আমি একদম পাকাপাকি বলতে পারি (এরপর) ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলব না।’

অস্ট্রেলিয়ার হয়ে ১০৯ টেস্ট খেলা ওয়ায়ার্নার ৪৪.৩৩ গড়ে ৮৪৮৭ রান করেছেন।

যেখানে ২৫টি শতক ও ৩৬টি অর্ধশতক আছে এই বাঁহাতি অলরাউন্ডারের।