জানুয়ারিতেই বার্সেলোনায় যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩ এই তরুণের সঙ্গে চুক্তি আগেই সেরে রেখেছিল বার্সেলোনা। ছবি : এএফপি নিজস্ব প্রতিনিধি আসছে জানুয়ারিতেই বার্সেলোনায় যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড ভিতর রক। ব্রাজিলিয়ান ক্লাব অ্যাতলেতিকো পারানেসের হয়ে সান্তোসের বিপক্ষে সোমবার ভোরে শেষ ম্যাচ খেলবেন ১৮ বছরের এই তরুণ। এর পরেই রওনা হবে বার্সেলোনার উদ্দেশে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ক্লাবটি। গত জুলাইয়ে প্রায় ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সাত বছরের চুক্তিতে ভিতর রককে দলে টানার বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা। তবে জানুয়ারিতে দলের সঙ্গে যোগ দিলেও তাকে খেলাতে রেজিস্ট্রেশন করাতে পারবে কি না তা নিয়ে আছে শঙ্কা। তবে রবার্ত লেভানদোস্কির বিকল্প হিসেবে তাঁকে কাজে লাগাতে পারেন জাভি এর্নান্দেস। চোট থেকে মাত্রই ফিরেছেন ভিতর রক। হাঁটুর চোটে দুই মাস ছিলেন মাঠের বাইরে। গত সপ্তাহে ফিরে খেলেছেন দুই ম্যাচ। মাঠে ছিলেন ৭১ মিনিট। রকের বেড়ে ওঠা ক্রুজেইরো একাডেমিতে। এই একাডেমিতেই বেড়ে উঠেছিলেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো লিমা। ২০২২ সালে অ্যাতলেতিকো পারানেসে নাম লেখান ভিতর। ৮০ ম্যাচে গোল করেছেন ২৮টি। দলকে কোপা লিবারতাদোরেসের ফাইনালে তুলতে রাখেন অবদান। ব্রাজিল জাতীয় দলের জার্সিতেও অভিষেক হয়ে গেছে এই তরুণের। গত মার্চে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নামেন তিনি। SHARES খেলাধুলা বিষয়: বার্সেলোনাব্রাজিলিয়ান ফরোয়ার্ড
আসছে জানুয়ারিতেই বার্সেলোনায় যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড ভিতর রক। ব্রাজিলিয়ান ক্লাব অ্যাতলেতিকো পারানেসের হয়ে সান্তোসের বিপক্ষে সোমবার ভোরে শেষ ম্যাচ খেলবেন ১৮ বছরের এই তরুণ। এর পরেই রওনা হবে বার্সেলোনার উদ্দেশে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ক্লাবটি।
গত জুলাইয়ে প্রায় ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সাত বছরের চুক্তিতে ভিতর রককে দলে টানার বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা। তবে জানুয়ারিতে দলের সঙ্গে যোগ দিলেও তাকে খেলাতে রেজিস্ট্রেশন করাতে পারবে কি না তা নিয়ে আছে শঙ্কা। তবে রবার্ত লেভানদোস্কির বিকল্প হিসেবে তাঁকে কাজে লাগাতে পারেন জাভি এর্নান্দেস। চোট থেকে মাত্রই ফিরেছেন ভিতর রক।
হাঁটুর চোটে দুই মাস ছিলেন মাঠের বাইরে। গত সপ্তাহে ফিরে খেলেছেন দুই ম্যাচ। মাঠে ছিলেন ৭১ মিনিট। রকের বেড়ে ওঠা ক্রুজেইরো একাডেমিতে।
এই একাডেমিতেই বেড়ে উঠেছিলেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো লিমা। ২০২২ সালে অ্যাতলেতিকো পারানেসে নাম লেখান ভিতর। ৮০ ম্যাচে গোল করেছেন ২৮টি। দলকে কোপা লিবারতাদোরেসের ফাইনালে তুলতে রাখেন অবদান। ব্রাজিল জাতীয় দলের জার্সিতেও অভিষেক হয়ে গেছে এই তরুণের।