কাল ধারাভাষ্যকক্ষে দেখা যাবে তামিমকে ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৩ ফাইল ছবি নিজস্ব প্রতিনিধি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে দলের বাইরে তামিম ইকবাল। বাঁহাতি ওপেনার কদিন আগে জানিয়েছেন, বিপিএলের আগামী আসর দিয়ে মাঠে ফিরবেন তিনি। তার আগে অবশ্য অন্য ভূমিকায় দেখা যাবে তামিমকে। কাল থেকে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে তামিমকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। পোস্টে তামিম লিখেছেন, ‘আগামীকাল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ধারাভাষ্য প্যানেলের কিছু অংশে আমি থাকব।’ দুই স্লটে ধারাভাষ্য দেবেন তামিম। প্রথম ভাগে ১২ টা ৪০ মিনিট থেকে ১ টা ১০ মিনিট ও দ্বিতীয় ভাগে ১ টা ৪০ থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ধারাভাষ্য দেবেন তিনি। ধারাভাষ্য নিয়ে তামিমের ভালো লাগার ব্যাপারটা সবার জানা। বিভিন্ন সময়ে তামিম নিজেই এটা জানিয়েছেন। এটাও জানিয়েছেন, ক্রিকেট ক্যারিয়ার শেষে নিজেকে ধারাভাষ্যকার হিসেবে দেখতে চান। আরেকবার ধারাভাষ্যের অভিজ্ঞতা নিতে মুখিয়ে থাকার কথা জানিয়েছেন তামিম। SHARES খেলাধুলা বিষয়: তামিমধারাভাষ্যকক্ষ
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে দলের বাইরে তামিম ইকবাল। বাঁহাতি ওপেনার কদিন আগে জানিয়েছেন, বিপিএলের আগামী আসর দিয়ে মাঠে ফিরবেন তিনি। তার আগে অবশ্য অন্য ভূমিকায় দেখা যাবে তামিমকে। কাল থেকে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে তামিমকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। পোস্টে তামিম লিখেছেন, ‘আগামীকাল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ধারাভাষ্য প্যানেলের কিছু অংশে আমি থাকব।’ দুই স্লটে ধারাভাষ্য দেবেন তামিম। প্রথম ভাগে ১২ টা ৪০ মিনিট থেকে ১ টা ১০ মিনিট ও দ্বিতীয় ভাগে ১ টা ৪০ থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ধারাভাষ্য দেবেন তিনি।
ধারাভাষ্য নিয়ে তামিমের ভালো লাগার ব্যাপারটা সবার জানা। বিভিন্ন সময়ে তামিম নিজেই এটা জানিয়েছেন। এটাও জানিয়েছেন, ক্রিকেট ক্যারিয়ার শেষে নিজেকে ধারাভাষ্যকার হিসেবে দেখতে চান। আরেকবার ধারাভাষ্যের অভিজ্ঞতা নিতে মুখিয়ে থাকার কথা জানিয়েছেন তামিম।