সেনাবাহিনীকে হারিয়ে সেমিতে কিংস ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৩ কিংস ফুটবলারদের উল্লাস । ছবি : মীর ফরিদ নিজস্ব প্রতিনিধি সেনাবাহিনীকে হারিয়ে স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠে গেছে বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় আজ সেনাদলকে ২-১ গোলে হারিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ১৫ ডিসেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে তারা আবাহনীর। এদিন ইউলদাশভ ববুরবেকের গোলে কিংস শুরুতে লিড নিলেও গোলরক্ষক মেহেদী হাসানের ভুলে সেনাবাহিনী সমতায় ফেরে। তবে দরিয়েলতনের গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে কিংস। ববুরবেকের গোল ৩৮ মিনিটে। মিগেলের কর্নার হেডে জালে জড়ান এই উজবেক ডিফেন্ডার। ১-০ গোলের লিড নিয়েই কিংস বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছু সময় পরই সমতা ফেরায় সেনাবাহনী। আসরর গফুরভের ব্যাক পাস নিয়ন্ত্রণেই নিতে পারেননি কিংসের এই তরুণ গোলরক্ষ। তাঁর কাছ থেকে বল কেড়ে রঞ্জন শিকদার দেন শাহরিয়ার ইমনকে। ইমন সেই বল জালে জড়াতে ভুল করেননি। এই গোলে ম্যাচ জমে উঠেছিল। কিন্তু ৭৬ মিনিটে দারুণ মুভে দরিয়েলতন জয়সূচক গোলটি পেয়ে যান। রাকিব হোসেনের কাছ থেকে বল পেয়ে সাদ উদ্দিন মাপা ক্রস করেছিলেন। ব্রাজিলিয়ান স্ট্রাইকার অনয়াসে সেই বল জালে পাঠিয়েছেন। SHARES খেলাধুলা বিষয়: কিংসসেমিফাইনাল
সেনাবাহিনীকে হারিয়ে স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠে গেছে বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় আজ সেনাদলকে ২-১ গোলে হারিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ১৫ ডিসেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে তারা আবাহনীর। এদিন ইউলদাশভ ববুরবেকের গোলে কিংস শুরুতে লিড নিলেও গোলরক্ষক মেহেদী হাসানের ভুলে সেনাবাহিনী সমতায় ফেরে।
তবে দরিয়েলতনের গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে কিংস। ববুরবেকের গোল ৩৮ মিনিটে। মিগেলের কর্নার হেডে জালে জড়ান এই উজবেক ডিফেন্ডার। ১-০ গোলের লিড নিয়েই কিংস বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছু সময় পরই সমতা ফেরায় সেনাবাহনী। আসরর গফুরভের ব্যাক পাস নিয়ন্ত্রণেই নিতে পারেননি কিংসের এই তরুণ গোলরক্ষ। তাঁর কাছ থেকে বল কেড়ে রঞ্জন শিকদার দেন শাহরিয়ার ইমনকে। ইমন সেই বল জালে জড়াতে ভুল করেননি।
এই গোলে ম্যাচ জমে উঠেছিল। কিন্তু ৭৬ মিনিটে দারুণ মুভে দরিয়েলতন জয়সূচক গোলটি পেয়ে যান। রাকিব হোসেনের কাছ থেকে বল পেয়ে সাদ উদ্দিন মাপা ক্রস করেছিলেন। ব্রাজিলিয়ান স্ট্রাইকার অনয়াসে সেই বল জালে পাঠিয়েছেন।