আইসিসির মাস সেরার লড়াইয়ে নাহিদা ও ফারজানা ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৩ সংগৃহীত ছবি নিজস্ব প্রতিনিধি আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ব্যাটার ফারজানা হক ও স্পিনার নাহিদা আক্তার। তাদের সঙ্গে লড়াইয়ে আছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। আর ছেলেদের মাস সেরার লড়াইয়ে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ট্রাভিস হেড। তাদের সঙ্গে আছেন ভারতের পেসার মোহাম্মদ সামি। গত মাসে ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় বাংলাদেশ। এ সিরিজে ১৪.১৪ গড়ে ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হন নাহিদা আক্তার। প্রথম ম্যাচে তিনটি, দ্বিতীয় ম্যাচে একটি এবং শেষ ম্যাচে নেন আরো তিন উইকেট। একই সিরিজে ব্যাট হাতে আলো ছড়ান ফারজানা হক। ৩৬.৬৬ গড়ে তিন ম্যাচে ১১০ রান করেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। সর্বোচ্চ ৬২ রান করেন তৃতীয় ম্যাচে। প্রথম ম্যাচে ৮ এবং দ্বিতীয় ম্যাচে করেন ৪০ রান। বাংলাদেশের কাছে সিরিজ হারলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। ১২.৫ গড়ে তিন ম্যাচে নেন ৬ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন মাত্র ২.৫৮। SHARES খেলাধুলা বিষয়: আইসিসিনাহিদাফারজানা
আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ব্যাটার ফারজানা হক ও স্পিনার নাহিদা আক্তার। তাদের সঙ্গে লড়াইয়ে আছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। আর ছেলেদের মাস সেরার লড়াইয়ে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ট্রাভিস হেড। তাদের সঙ্গে আছেন ভারতের পেসার মোহাম্মদ সামি।
গত মাসে ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় বাংলাদেশ। এ সিরিজে ১৪.১৪ গড়ে ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হন নাহিদা আক্তার। প্রথম ম্যাচে তিনটি, দ্বিতীয় ম্যাচে একটি এবং শেষ ম্যাচে নেন আরো তিন উইকেট। একই সিরিজে ব্যাট হাতে আলো ছড়ান ফারজানা হক।
৩৬.৬৬ গড়ে তিন ম্যাচে ১১০ রান করেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। সর্বোচ্চ ৬২ রান করেন তৃতীয় ম্যাচে। প্রথম ম্যাচে ৮ এবং দ্বিতীয় ম্যাচে করেন ৪০ রান। বাংলাদেশের কাছে সিরিজ হারলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল।