দাঁতের ব্যথা উপশমে যা খাবেন ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৩ নিজস্ব প্রতিনিধি দাঁতে কোনো গর্ত বা ক্যারিজ হলে, দাঁতের ফিলিং খুলে গেলে, দাঁত ভেঙে গেলে, দাঁতের শ্বাস বা পালপ যেকোনো কারণেই আক্রান্ত হলে দাঁত ব্যথা হতে পারে। শীতে ঠাণ্ডার কারণে অনেকের দাঁতে ব্যথাও হয়ে থাকে। দাঁতের ব্যথা বা শিরশির কমাতে কোন কোন খাবার কার্যকরী তা জানতে হবে। দাঁতের যন্ত্রণা অনেকাংশে লাঘব করে মসলাজাতীয় খাবার। * রসুন একটি মসলাজাতীয় খাবার, এক কোয়া রসুন থেঁতলে নিয়ে অল্প একটু লবণ মিশিয়ে দাঁতে লাগালে অথবা রসুন চিবিয়ে খেলে দাঁতের ব্যথা কমে যায়। প্রতিদিন দুই-তিনবার এই নিয়মে রসুন খেতে পারেন। * লবঙ্গকে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগালে ব্যথা অনেকাংশে কমে যায়। * গোলমরিচের সঙ্গে লবণ মিশিয়ে পেস্ট তৈরি করে দাঁতে কয়েক মিনিট লাগিয়ে রাখলেও ব্যথা কমে। এটা পর পর কয়েক দিন করলে উপকার পাওয়া যায়। * এক টুকরা কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেলে ব্যথা কমে যায়। * আধা চা চামচ হিং গুঁড়া দুই টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগালে ব্যথা কমে যায়। * এক গ্লাস অল্প গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে কুলকুচি করলে ব্যথা কমে। * পেয়ারা পাতা দাঁত ব্যথায় দারুণ উপকারী। দুটি পেয়ারা পাতা চিবিয়ে আক্রান্ত দাঁতে চেপে রাখলে ব্যথা উপশম হয়। * ঠাণ্ডা বা বরফজাতীয় খাবার দাঁতের ব্যথা কমাতে সহায়ক। * ভ্যানিলা এক্সট্রাক্ট দাঁতের ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। * দূর্বা ঘাসের রসও দাঁত ব্যথা কমাতে পারে। * এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ মধু মিশিয়ে নিন, ভালোভাবে মিশ্রণটি নেড়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায়। তবে এটা দিনে করা ভালো। * গ্রিন টি ঠাণ্ডা করে মাউথ ওয়াশ হিসেবে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। * আবার মরিচে থাকা ক্যাম্পসাইমিন উপাদান দাঁতের ব্যথা উপশমে কাজ করে। * এসবে ব্যথা না কমলে ডেন্টিস্টের শরণাপন্ন হতে হবে। পরামর্শ দিয়েছেন ডা. অনুপম পোদ্দার অধ্যক্ষ, খুলনা ডেন্টাল কলেজ। SHARES লাইফস্টাইল বিষয়: উপশমদাঁতের ব্যথা
দাঁতে কোনো গর্ত বা ক্যারিজ হলে, দাঁতের ফিলিং খুলে গেলে, দাঁত ভেঙে গেলে, দাঁতের শ্বাস বা পালপ যেকোনো কারণেই আক্রান্ত হলে দাঁত ব্যথা হতে পারে। শীতে ঠাণ্ডার কারণে অনেকের দাঁতে ব্যথাও হয়ে থাকে। দাঁতের ব্যথা বা শিরশির কমাতে কোন কোন খাবার কার্যকরী তা জানতে হবে। দাঁতের যন্ত্রণা অনেকাংশে লাঘব করে মসলাজাতীয় খাবার।
দাঁতে কোনো গর্ত বা ক্যারিজ হলে, দাঁতের ফিলিং খুলে গেলে, দাঁত ভেঙে গেলে, দাঁতের শ্বাস বা পালপ যেকোনো কারণেই আক্রান্ত হলে দাঁত ব্যথা হতে পারে। শীতে ঠাণ্ডার কারণে অনেকের দাঁতে ব্যথাও হয়ে থাকে। দাঁতের ব্যথা বা শিরশির কমাতে কোন কোন খাবার কার্যকরী তা জানতে হবে। দাঁতের যন্ত্রণা অনেকাংশে লাঘব করে মসলাজাতীয় খাবার।
* রসুন একটি মসলাজাতীয় খাবার, এক কোয়া রসুন থেঁতলে নিয়ে অল্প একটু লবণ মিশিয়ে দাঁতে লাগালে অথবা রসুন চিবিয়ে খেলে দাঁতের ব্যথা কমে যায়। প্রতিদিন দুই-তিনবার এই নিয়মে রসুন খেতে পারেন। * লবঙ্গকে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগালে ব্যথা অনেকাংশে কমে যায়। * গোলমরিচের সঙ্গে লবণ মিশিয়ে পেস্ট তৈরি করে দাঁতে কয়েক মিনিট লাগিয়ে রাখলেও ব্যথা কমে।
* রসুন একটি মসলাজাতীয় খাবার, এক কোয়া রসুন থেঁতলে নিয়ে অল্প একটু লবণ মিশিয়ে দাঁতে লাগালে অথবা রসুন চিবিয়ে খেলে দাঁতের ব্যথা কমে যায়। প্রতিদিন দুই-তিনবার এই নিয়মে রসুন খেতে পারেন। * লবঙ্গকে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগালে ব্যথা অনেকাংশে কমে যায়। * গোলমরিচের সঙ্গে লবণ মিশিয়ে পেস্ট তৈরি করে দাঁতে কয়েক মিনিট লাগিয়ে রাখলেও ব্যথা কমে।
এটা পর পর কয়েক দিন করলে উপকার পাওয়া যায়। * এক টুকরা কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেলে ব্যথা কমে যায়। * আধা চা চামচ হিং গুঁড়া দুই টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগালে ব্যথা কমে যায়। * এক গ্লাস অল্প গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে কুলকুচি করলে ব্যথা কমে।
* এক টুকরা কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেলে ব্যথা কমে যায়। * আধা চা চামচ হিং গুঁড়া দুই টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগালে ব্যথা কমে যায়। * এক গ্লাস অল্প গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে কুলকুচি করলে ব্যথা কমে।
* পেয়ারা পাতা দাঁত ব্যথায় দারুণ উপকারী। দুটি পেয়ারা পাতা চিবিয়ে আক্রান্ত দাঁতে চেপে রাখলে ব্যথা উপশম হয়। * ঠাণ্ডা বা বরফজাতীয় খাবার দাঁতের ব্যথা কমাতে সহায়ক। * ভ্যানিলা এক্সট্রাক্ট দাঁতের ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। * দূর্বা ঘাসের রসও দাঁত ব্যথা কমাতে পারে।
* পেয়ারা পাতা দাঁত ব্যথায় দারুণ উপকারী। দুটি পেয়ারা পাতা চিবিয়ে আক্রান্ত দাঁতে চেপে রাখলে ব্যথা উপশম হয়। * ঠাণ্ডা বা বরফজাতীয় খাবার দাঁতের ব্যথা কমাতে সহায়ক। * ভ্যানিলা এক্সট্রাক্ট দাঁতের ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। * দূর্বা ঘাসের রসও দাঁত ব্যথা কমাতে পারে।
* এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ মধু মিশিয়ে নিন, ভালোভাবে মিশ্রণটি নেড়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায়। তবে এটা দিনে করা ভালো। * গ্রিন টি ঠাণ্ডা করে মাউথ ওয়াশ হিসেবে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। * আবার মরিচে থাকা ক্যাম্পসাইমিন উপাদান দাঁতের ব্যথা উপশমে কাজ করে। * এসবে ব্যথা না কমলে ডেন্টিস্টের শরণাপন্ন হতে হবে। পরামর্শ দিয়েছেন ডা. অনুপম পোদ্দার অধ্যক্ষ, খুলনা ডেন্টাল কলেজ।
* এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ মধু মিশিয়ে নিন, ভালোভাবে মিশ্রণটি নেড়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায়। তবে এটা দিনে করা ভালো। * গ্রিন টি ঠাণ্ডা করে মাউথ ওয়াশ হিসেবে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। * আবার মরিচে থাকা ক্যাম্পসাইমিন উপাদান দাঁতের ব্যথা উপশমে কাজ করে। * এসবে ব্যথা না কমলে ডেন্টিস্টের শরণাপন্ন হতে হবে। পরামর্শ দিয়েছেন ডা. অনুপম পোদ্দার অধ্যক্ষ, খুলনা ডেন্টাল কলেজ।