গাড়ির ভেতরের দুর্গন্ধ তাড়াতে ঘরোয়া উপায়

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩
ঘরোয়া উপাদান দিয়েই তৈরি করে নিতে পারেন গাড়ির জন্য এয়ার ফ্রেশনার।

নিজস্ব প্রতিনিধি

দুর্গন্ধ কারই বা ভালো লাগে। আর সেটি যদি হয় গাড়িতে তাহলে তো কথাই নেই। যেন যাত্রাটাই অসহ্য হয়ে ওঠে। ব্যক্তিগত গাড়িতে অনেক সময়ই নানা কারণবশত দুর্গন্ধের সৃষ্টি হয়।

যাত্রাপথে বাজে গন্ধ কখনো বা অসহনীয় হয়ে ওঠে। এমন সমস্যা মোকাবেলা করতে ঘরোয়া উপাদান দিয়েই তৈরি করে নিতে পারেন গাড়ির জন্য এয়ার ফ্রেশনার। যা দুর্গন্ধ তাড়িয়ে গাড়ির ভেতরের পরিবেশকে করে তুলবে স্বস্তিদায়ক। জেনে নিন কিভাবে- 

লবঙ্গ

কেবল রান্নায় সুঘ্রাণ ছড়াতেই নয় বরং ঘরে কিংবা গাড়িতেও সুঘ্রাণ বিলিয়ে দিতে প্রস্তুত লবঙ্গ।

লবঙ্গ তো রান্নাঘরেই পাওয়া যায়। এবার এ উপাদান গুঁড়া করে একটি ছিদ্রযুক্ত কৌটায় ভরে গাড়িতে রাখলে গাড়ির দুর্গন্ধ কিছুটা কমবে। 

মেন্থল

মেন্থলের একটি টুকরা বা মেন্থল জাতীয় কিছু গাড়ির মধ্যে রেখে দিলে গাড়ির দুর্গন্ধ দূর করা সম্ভব।

ইউক্যালিপটাস

কিছু উদ্ভিদ বাতাস থেকে দুর্গন্ধ দূর করতে সক্ষম।

এর মধ্যে রয়েছে ইউক্যালিপটাস গাছের পাতা। কয়েকটি ইউক্যালিপটাসের পাতা গাড়িতে রেখে দিলে গাড়ির ভেতরকার দুর্গন্ধ দূর হবে। 

লেবুর পাতা

লেবুর পাতায় যে এসিডিক উপাদান থাকে তা দিয়ে যেকোনো জায়গার দুর্গন্ধ দূর করা যায়। গাড়ির ভেতরের বাজে গন্ধ দূর করতেও এর জুড়ি নেই। কয়েকটি লেবু পাতা ছিঁড়ে গাড়িতে রেখে দিন।

গন্ধ উধাও হবে নিমেষেই।চা গাছের তেল

টি  ট্রি অয়েল একটি তুলার বলে নিয়ে গাড়িতে কোন এক কোণে রেখে দিলে বাজে গন্ধ দূর হবে নিমেষে। ছড়িয়ে পড়বে টি ট্রির তাজা ঘ্রাণ।

যেভাবে বানিয়ে নিতে পারেন দুর্গন্ধ দূর করার উপাদান-

  • একটি কাঠের কাপড় আটকানোর ক্লিপে আঠা দিয়ে ছোট তুলার বলে একটু এসেন্সিয়াল অয়েলের ফোঁটা দিয়ে আটকে গাড়ির সামনে ঝুলিয়ে দিলে অনেকক্ষণ এর সুঘ্রাণ থাকবে।
  • একটি কাচের জারে কিছু বেকিং সোডার সাথে এসেন্সিয়াল অয়েল মিলিয়ে রাখতে হবে আর ওপরে একটু জায়গা খোলা রাখতে হবে। তাহলে অনেকক্ষণ ঘ্রাণ থাকে।
  • রাবিং অ্যালকোহল, এক চিমটি লবণ আর এসেন্সিয়াল অয়েল মিশিয়ে এয়ার ফ্রেশনার বানিয়ে নেওয়া যায়।