দক্ষিণ আফ্রিকায় ফারজানার সেঞ্চুরি ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩ ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি ফারজানা হকের। ছবিঃ ক্রিকইনফো নিজস্ব প্রতিনিধি পোচেফস্ট্রুমে দ্বিতীয়া ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহ করেছে বাংলাদেশের মেয়েরা। ফারজানা হকের সেঞ্চুরিতে প্রোটিয়াদের ২২৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে মেয়েদের। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতেছিল ১১৯ রানে। টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশের মেয়েরা। উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করেন শামিমা সুলতানা ও ফারজানা হক। ৩৬ বলে ২৮ রান করে ক্লাসের বলে সুনে লুসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শামিমা। বেশিক্ষণ টিকতে পারেননি মুর্শিদা হক। মাত্র ৮ রান করে আউট হন তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন ফারজানা। ১২১ রানের মাঠায় ১৩ রান করে ফিরে যান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে শেষ দিকে এসে ফারজানাকে দারুণ সঙ্গ দেন ফাহিমা খাতুন। চতুর্থ উইকেট জুটিতে দুইজনে যোগ করেন ৯৩ রান। ১৬৭ বলে ১১ চারে ১০২ রানে আউট হন ফারজানা। তাতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ক্যারিয়ারে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ভারতের বিপক্ষে পেয়েছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৫০ ওভারে বাংলাদেশের ইনিংস থামে ২২২ রানে। SHARES খেলাধুলা বিষয়: দক্ষিণ আফ্রিকাফারজানাসেঞ্চুরি
পোচেফস্ট্রুমে দ্বিতীয়া ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহ করেছে বাংলাদেশের মেয়েরা। ফারজানা হকের সেঞ্চুরিতে প্রোটিয়াদের ২২৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে মেয়েদের। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতেছিল ১১৯ রানে।
টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশের মেয়েরা। উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করেন শামিমা সুলতানা ও ফারজানা হক। ৩৬ বলে ২৮ রান করে ক্লাসের বলে সুনে লুসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শামিমা। বেশিক্ষণ টিকতে পারেননি মুর্শিদা হক।
মাত্র ৮ রান করে আউট হন তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন ফারজানা। ১২১ রানের মাঠায় ১৩ রান করে ফিরে যান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে শেষ দিকে এসে ফারজানাকে দারুণ সঙ্গ দেন ফাহিমা খাতুন।
চতুর্থ উইকেট জুটিতে দুইজনে যোগ করেন ৯৩ রান। ১৬৭ বলে ১১ চারে ১০২ রানে আউট হন ফারজানা। তাতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ক্যারিয়ারে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ভারতের বিপক্ষে পেয়েছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা।