এশিয়া কাপ চ্যাম্পিয়নদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩
বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ দেখতে মিরপুর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি

এশিয়া কাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও দক্ষিণ আফ্রিকায় প্রথমবার টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডে জেতা বাংলাদেশ নারী দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এশিয়া কাপজয়ী যুব দলের সঙ্গে নৈশভোজ করতে গিয়ে এই কথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমুল বলেন, ‘আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রীও ওদের (যুব দল) সঙ্গে দেখা করার জন্য একদম উদগ্রীব ছিলেন। ওনার যে সূচি দেখলাম, ওনার পক্ষেও দেখা করা সম্ভব না এই সময়ে।

কিন্তু অবশ্যই নির্বাচনের পরে ওদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী দেখা করবেন।’ 

এরপরই নিগারদের প্রসঙ্গ টানেন নাজমুল, ‘মেয়েদের সাথেও দেখা করবেন। দারুণ খেলছে মেয়েরা। ছেলেদের সাথেও দেখা করবেন।

সবার সাথেই দেখা করবেন।’ 

প্রধানমন্ত্রীর মতো নাজমুল নিজেও জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত। এমপি প্রার্থী হয়ে বর্তমানে নিজ এলাকা ভৈরবে সময় কাটাচ্ছেন তিনি। সেই ব্যস্ততা পাশ কাটিয়ে আজ ঢাকা আসেন যুব ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে, এক সঙ্গে রাতার খাবার খেতে।

নাজমুল বলেন, ‘খেলা শেষে আমি শুধু অধিনায়কের সঙ্গে কথা বলেছি। আমাদের প্রধান নির্বাহীর সাথে কথা বললাম যে ওদের সঙ্গে একববার দেখা করা দরকার। এমন সময়সূচি যে, আমার আসা সম্ভব না। ওদের জন্য আমি চলে এসেছি, আবার চলে যেতে হবে।’