শেষ বেলার নাটকীয়তার পর উৎসব ইন্টারের

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিনিধি

ডেভিড ফ্রাত্তেসির শেষ মুহুর্তের গোলে হেলাস ভেরোনাকে হারিয়ে ইতালিয়ান সিরি ‘এ’র শীর্ষস্থান আরো সুসংহত করেছে ইন্টার মিলান। ১-১ এ এগিয়ে যাওয়া ম্যাচে ৯৩ মিনিটে লক্ষ্যভেদ করে মিলানের ক্লাবটিকে তিন পয়েন্ট এনে দেন ফ্রা্ত্তেসি। এ জয়ে দ্বিতীয়স্থানে থাকা জুভেন্টাসের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেছে ইন্টার মিলান। তুরিনের ক্লাবটি অবশ্য ম্যাচ খেলেছে একটি কম।
সান সিরোয় বেশ জমে উঠেছিল শেষ দিকের নাটক! ৯০ মিনিট পর্যন্ত খেলায় ছিল ১-১ এ সমতা। ৯৩ মিনিটে ডেভিড ফ্রাত্তেসির গোলে আবার এগিয়ে যায় ইন্টার মিলান। ৯৫ মিনেটে ডারকো লাজোভিচ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনে পরিণত হয় ভেরোনা। নাটকীয়তা তখন ঢের বাকি।
মিনিট দুয়েক পর পেনাল্টি পেয়ে যায় দশজনের ভেরোনা। ভিএআর দেখেও তা বহাল রাখেন রেফারি। কিন্তু স্পট কিকে গোল করতে পারেনি থমাস অঁরি। নির্ধারিত সময়ে তাঁর গোলেই সমতা ফিরিয়েছিল ভেরোনা।
সেই অঁরির পেনাল্টি মিসে সান সিরো থেকে হেরে ফিরতে হয়েছে ভেরোনাকে।খেলার ত্রয়োদশ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় সিমিওনে ইনজাঘির দল। ১৬ লিগ ম্যাচে এটা তাঁর ১৭ তম গোল। দ্বিতীয়ার্ধে থমাস অঁরির গোলে সমতা ফেরায় ভেরোনা। শেষ দিকে পেনাল্টি মিস করে সেই অঁরিই পরিণত হন খলনায়ক!

১৯ ম্যাচ খেলে ইন্টারের পয়েন্ট ৪৮।

তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে জুভেন্টানের অর্জন ৪৩ পয়েন্ট। তাদের সমান ১৮ ম্যাচ খেলে তৃতীয়স্থানে থাকা এসি মিলানের সংগ্রহ ৩৬ পয়েন্ট। ইএসপিএন