বেকেনবাওয়ারও চলে গেলেন না ফেরার দেশে।

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ছবি : এএফিপ

নিজস্ব প্রতিনিধি

মারিও জাগালো না ফেরার দেশে পাড়ি জমানোর মাত্র দুদিনের মাথায় চলে গেলেন ফুটবলের আরেক কিংবদন্তী ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতার তিনজনের ছোট্ট তালিকায় অগ্রজ দুজনই চলে গেলেন।ইয়োহান ক্রুইফের নেদারল্যান্ডসকে হতাশ করে ১৯৭৪- এর বিশ্বকাপ জিতেছিল বেকেনবাওয়ারের জার্মানী। পরে ১৯৯০- এ ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনাকে কাঁদিয়ে কোচ হিসেবে জেতেন দ্বিতীয় শিরোপা।

ফুটবলে ‘ দ্য কাইজার’ হিসেবেই যার পরিচিতি। রাজপাট চুকিয়ে সেই বেকেনবাওয়ার এখন অন্যলোকের বাসিন্দা। আজ ৭৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। বেকেনবাওয়ারের পরিবার জার্মান সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন এ খবর।
জাতীয় দলের হয়ে শুধু বিশ্বকাপ না, খেলোয়াড় ও কোচ হিসেবে বায়ার্ন মিউনিখের হয়েও জিতেছে জার্মানির শীর্ষ লিগ শিরোপা। ১৯৭২-এ জার্মানির হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছে। দুইবার জিতেছেন ব্যালন ডি’অর। বেকেনবাওয়ারের চলে যাওয়ায় আরও একবার আলো হারাল বিশ্ব ফুটবল।