ব্যাটিং করার সময় মৃত্যু হলো ভারতীয় ক্রিকেটারের

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪
সতীর্থ চার মারায় তাকে অভিনন্দন জানিয়ে ফেরার পথ ধরতেই পিচের ওপর ঢলে পড়েন বিকাশ। সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিনিধি

৭ রানে অপরাজিত থেকে নন-স্ট্রাইক প্রান্তে ব্যাটিং করছিলেন বিকাশ নেগি। ইনিংসের ১৪তম ওভারের পঞ্চম বলে স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান উমেশ কুমার চার মারলে তাকে অভিনন্দন জানান এই ভারতীয়। সেখান থেকে নিজের প্রান্তে ব্যাটিংয়ে ফিরে আসার পথেই মৃত্যু হয় তার। গত শনিবার ভারতের নইডায় ঘটেছে এমন ঘটনা।

বিকাশ অবশ্য পেশাদার ক্রিকেটার ছিলেন না, পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। সেদিন এস এন্ড বি ইন্ডিয়া বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টে খেলছিলেন তিনি। টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে ব্লেজিং বুলসের বিপক্ষে মাভেরিকস ইলেভেনের হয়ে খেলছিলেন বিকাশ।

সতীর্থ চার মারায় তাকে অভিনন্দন জানিয়ে ফেরার পথ ধরতেই পিচের ওপর ঢলে পড়েন বিকাশ।

দুই দলের ক্রিকেটার, আম্পায়ারসহ মাঠে থাকা সবাই দ্রুত দৌড়ে আসেন। তাকে সিপিআর দেওয়ার চেষ্টাও করা হয়। এরপর গাড়িতে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বিকাশ আর ফেরেননি।