ফ্রেঞ্চ লিগের চেয়ে সৌদি লিগকে এগিয়ে রাখলেন রোনালদো ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪ ক্রিস্তিয়ানো রোনালদো নিজস্ব প্রতিনিধি ফরাসি লিগ ওয়ানের চেয়েও সৌদি প্রো লিগকে এগিয়ে রাখলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এই পর্তুগিজ তারকার মতে, সৌদি লিগ প্রতিযোগিতার দিক দিয়ে ছাড়িয়ে গেছে ফ্রেঞ্চ লিগকে। শুক্রবার রাতে দুবাইয়ে গ্লোবাল সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে এমনটা জানিয়েছেন রোনালদো। ফ্রেঞ্চ লিগে কখনোই খেলেননি রোনালদো। ইউরোপ ছেড়ে গত বছর পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। সেখানে এক বছর কাটানোর পর তা উপলব্ধি, সৌদি প্রো লিগ এগিয়ে গেছে অনেকটা। আগের তুলনায় এখন আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। অনুষ্ঠানে রোনালদোকে জিজ্ঞাসা করা হয়েছিল, সে আসার পর সৌদি লিগের উন্নতি হয়েছে কতটা? জবাবে রোনালদো বলেছেন,’সৌদি লিগ ফ্রেঞ্চ লিগ ওয়ানের চেয়ে খারাপ নয়। ফরাসি লিগের চেয়ে সৌদি প্রো লিগ এখন বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক। এক বছর এখানে থাকার পরেই এটা বলতে পারছি। ইতিমধ্যে আমরা ফ্রেঞ্চ লিগের চেয়ে ভালো অবস্থানে আছি।’ সৌদি ক্লাব আল নাসরে নাম লেখানোর পর ৪৪ ম্যাচে গোল করেছেন ৩৮টি। সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন ১৩টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫৪ গোল করে আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইনদের পেছেন ফেলে ২০২৩ সালে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। আল নাসরে সুখেই আছেন জানালেন রোনালদো,’এখানে আমি খুব খুশি। এখানে আসার সিদ্ধান্ত ভালো ছিল। সৌদি প্রক্রিয়ার মধ্যে আছে। এটা অনেক দূর যাবে তবে ধাপে ধাপে। আমি মনে করি, এক পর্যায়ে বিশ্বের সেরা তিনটি লিগের মধ্যে হবে সৌদি লিগ।’ SHARES খেলাধুলা বিষয়: ক্রিস্তিয়ানো রোনালদোফ্রেঞ্চ লিগসৌদি লিগ
ফরাসি লিগ ওয়ানের চেয়েও সৌদি প্রো লিগকে এগিয়ে রাখলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এই পর্তুগিজ তারকার মতে, সৌদি লিগ প্রতিযোগিতার দিক দিয়ে ছাড়িয়ে গেছে ফ্রেঞ্চ লিগকে। শুক্রবার রাতে দুবাইয়ে গ্লোবাল সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে এমনটা জানিয়েছেন রোনালদো। ফ্রেঞ্চ লিগে কখনোই খেলেননি রোনালদো।
ইউরোপ ছেড়ে গত বছর পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। সেখানে এক বছর কাটানোর পর তা উপলব্ধি, সৌদি প্রো লিগ এগিয়ে গেছে অনেকটা। আগের তুলনায় এখন আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। অনুষ্ঠানে রোনালদোকে জিজ্ঞাসা করা হয়েছিল, সে আসার পর সৌদি লিগের উন্নতি হয়েছে কতটা? জবাবে রোনালদো বলেছেন,’সৌদি লিগ ফ্রেঞ্চ লিগ ওয়ানের চেয়ে খারাপ নয়।
ফরাসি লিগের চেয়ে সৌদি প্রো লিগ এখন বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক। এক বছর এখানে থাকার পরেই এটা বলতে পারছি। ইতিমধ্যে আমরা ফ্রেঞ্চ লিগের চেয়ে ভালো অবস্থানে আছি।’ সৌদি ক্লাব আল নাসরে নাম লেখানোর পর ৪৪ ম্যাচে গোল করেছেন ৩৮টি।
সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন ১৩টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫৪ গোল করে আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইনদের পেছেন ফেলে ২০২৩ সালে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। আল নাসরে সুখেই আছেন জানালেন রোনালদো,’এখানে আমি খুব খুশি। এখানে আসার সিদ্ধান্ত ভালো ছিল। সৌদি প্রক্রিয়ার মধ্যে আছে।
এটা অনেক দূর যাবে তবে ধাপে ধাপে। আমি মনে করি, এক পর্যায়ে বিশ্বের সেরা তিনটি লিগের মধ্যে হবে সৌদি লিগ।’