ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৪ ৮৪ রানের হারে বিশ্বকাপ শুরু করলেন মাহফুজুর রহমানররা। ছবি : ক্রিকইনফো নিজস্ব প্রতিনিধি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ ব্লুমফন্টেইনে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। আগে ব্যাট করে মারুফ মৃধার বোলিং তোপের পরেও ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তোলে ভারত। রান তাড়ায় নেমে ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এতে ৮৪ রানের হারে বিশ্বকাপ শুরু করলেন মাহফুজুর রহমানরা। ৩৫ দিন আগে দুবাইয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪ উইকেট পাওয়া মারুফ আজ ৪৩ রানে ৫ উইকেট নেন। নতুন বলে ফেরান ওপেনার আরশিন কুলকার্নি এবং তিনে নামা মুশির খানকে। শেষ দিনে নেন আরো ৩ উইকেট। এতে অবশ্য একসময় মনে হলেও পরে ৩০০ ছুঁতে পারেনি টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি। ভারতের হয়ে তৃতীয় উইকেট জুটিতে ১১৬ রান যোগ করা আদর্শ সিং সর্বোচ্চ ৭৬ এবং অধিনায়ক উদয় সুরন ৬৪ রান করেন। যাদের ২০২০ সালে হারিয়ে বিশ্বকাপ এবং গত মাসে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সেই ভারতের বিপক্ষে খেলতে নামলে বেশির ভাগ সময় তালগোল পাকিয়ে ফেলেন যুবারা। আজ আরো একবার পুনরাবৃত্তি ঘটল। উদ্বোধনী জুটিতে ৩৮ রানের পর ৪ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। দলীয় স্কোর ৫০ ছুঁতে ফেরেন ৪ ব্যাটার। শিহাব জেমসের ৫৪ এবং আরিফুল ইসলামের ৪১ রান হারের ব্যবধান কমায় শুধু। ৩১ বল আগে বাংলাদেশের ইনিংস থামে ১৬৭ রানে। SHARES খেলাধুলা বিষয়: #ভারতবাংলাদেশবিশ্বকাপ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ ব্লুমফন্টেইনে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। আগে ব্যাট করে মারুফ মৃধার বোলিং তোপের পরেও ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তোলে ভারত। রান তাড়ায় নেমে ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এতে ৮৪ রানের হারে বিশ্বকাপ শুরু করলেন মাহফুজুর রহমানরা।
৩৫ দিন আগে দুবাইয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪ উইকেট পাওয়া মারুফ আজ ৪৩ রানে ৫ উইকেট নেন। নতুন বলে ফেরান ওপেনার আরশিন কুলকার্নি এবং তিনে নামা মুশির খানকে। শেষ দিনে নেন আরো ৩ উইকেট। এতে অবশ্য একসময় মনে হলেও পরে ৩০০ ছুঁতে পারেনি টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি।
ভারতের হয়ে তৃতীয় উইকেট জুটিতে ১১৬ রান যোগ করা আদর্শ সিং সর্বোচ্চ ৭৬ এবং অধিনায়ক উদয় সুরন ৬৪ রান করেন। যাদের ২০২০ সালে হারিয়ে বিশ্বকাপ এবং গত মাসে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সেই ভারতের বিপক্ষে খেলতে নামলে বেশির ভাগ সময় তালগোল পাকিয়ে ফেলেন যুবারা। আজ আরো একবার পুনরাবৃত্তি ঘটল। উদ্বোধনী জুটিতে ৩৮ রানের পর ৪ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট।
দলীয় স্কোর ৫০ ছুঁতে ফেরেন ৪ ব্যাটার। শিহাব জেমসের ৫৪ এবং আরিফুল ইসলামের ৪১ রান হারের ব্যবধান কমায় শুধু। ৩১ বল আগে বাংলাদেশের ইনিংস থামে ১৬৭ রানে।