যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশের যুবারা ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৪ সংগৃহীত ছবি নিজস্ব প্রতিনিধি শুরুর ম্যাচেই ভারতের বিপক্ষে হেরে বাংলাদেশের যুবাদের সামনে সমীকরণ এমন দাঁড়িয়েছিল যে, সুপার সিক্সে যেতে হলে জিততে হবে পরের দুই ম্যাচ। আশিকুর রহমান-আরিফুল ইসলামরা সেটাই করে দেখিয়েছে। আয়ারল্যান্ডের পর আজ যুক্তরাষ্ট্রকে ১২১ রানে উড়িয়ে বিশ্বকাপের পরের রাউন্ড নিশ্চিত করেছে লাল-সবুজের যুবারা। গুরুত্বপূর্ণে ম্যাচে আরিফুলের অনবদ্য সেঞ্চুরি বাংলাদেশকে এনে দিয়েছে সহজ জয়। ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭ বল বাকি থাকতেই যুক্তরাষ্ট্র গুটিয়ে যায় ১৭০ রানে। সর্বোচ্চ ৫৭ রান করেন প্রন্নভ চেত্তিপালায়াম। বল হাতে ৪ উইকেট শিকার মাহফুজুর রহমান রাব্বীর। একটি করে উইকেট নিয়েছেন শেখ পারভেজ, রাফি উজ্জমান, ইকবাল হোসেন এবং আরিফুল ইসলাম। এর আগে ব্লুমফন্টেইন টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। টপ অর্ডারের পাশাপাশি মিডলের ব্যাটারদের কাছ থেকে এসেছে কার্যকরী ইনিংস। যদিও ৯৪ রান তুলতেই সাজঘরে ফেরেন শুরুর তিন ব্যাটার। তিনে নেমে আগ্রাসী মেজাজে খেলতে থাকা মোহাম্মদ রিজওয়ান ইনিংস বড় করতে পারেননি। ৪০ বলে ৩৫ রান করেন তিনি। এরপরেই হাল ধরেন আরিফুল ও আহরার আমিন। চতুর্থ উইকেট জুটিতে দুজনে যোগ করেন ১২২ রান। ৪৯ বলে ৪৪ করে আহরার বিদায় নিলেও ৯ চারে সেঞ্চুরি তুলে নেন আরিফুল। ১০৩ বলে তাঁর ইনিংস থামে ১০৩ রানে। শেষ দিকে শিহাবের ৩১ রানে বড় সংগ্রহ দাঁড় করানোর সঙ্গে ম্যাচ নিজেদের করে নেয় যুবারা। SHARES খেলাধুলা বিষয়: #যুক্তরাষ্ট্রক্রিকে্টবাংলাদেশসুপার সিক্স
শুরুর ম্যাচেই ভারতের বিপক্ষে হেরে বাংলাদেশের যুবাদের সামনে সমীকরণ এমন দাঁড়িয়েছিল যে, সুপার সিক্সে যেতে হলে জিততে হবে পরের দুই ম্যাচ। আশিকুর রহমান-আরিফুল ইসলামরা সেটাই করে দেখিয়েছে। আয়ারল্যান্ডের পর আজ যুক্তরাষ্ট্রকে ১২১ রানে উড়িয়ে বিশ্বকাপের পরের রাউন্ড নিশ্চিত করেছে লাল-সবুজের যুবারা। গুরুত্বপূর্ণে ম্যাচে আরিফুলের অনবদ্য সেঞ্চুরি বাংলাদেশকে এনে দিয়েছে সহজ জয়।
২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭ বল বাকি থাকতেই যুক্তরাষ্ট্র গুটিয়ে যায় ১৭০ রানে। সর্বোচ্চ ৫৭ রান করেন প্রন্নভ চেত্তিপালায়াম। বল হাতে ৪ উইকেট শিকার মাহফুজুর রহমান রাব্বীর। একটি করে উইকেট নিয়েছেন শেখ পারভেজ, রাফি উজ্জমান, ইকবাল হোসেন এবং আরিফুল ইসলাম।
এর আগে ব্লুমফন্টেইন টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। টপ অর্ডারের পাশাপাশি মিডলের ব্যাটারদের কাছ থেকে এসেছে কার্যকরী ইনিংস। যদিও ৯৪ রান তুলতেই সাজঘরে ফেরেন শুরুর তিন ব্যাটার। তিনে নেমে আগ্রাসী মেজাজে খেলতে থাকা মোহাম্মদ রিজওয়ান ইনিংস বড় করতে পারেননি।
৪০ বলে ৩৫ রান করেন তিনি। এরপরেই হাল ধরেন আরিফুল ও আহরার আমিন। চতুর্থ উইকেট জুটিতে দুজনে যোগ করেন ১২২ রান। ৪৯ বলে ৪৪ করে আহরার বিদায় নিলেও ৯ চারে সেঞ্চুরি তুলে নেন আরিফুল। ১০৩ বলে তাঁর ইনিংস থামে ১০৩ রানে।