এশিয়ান ইনডোরের ফাইনালে জহির

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি

তেহরানে আজ থেকে শুরু হওয়া এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মূল নজর ইমরানুর রহমানের দিকে। ৬০ মিটার স্প্রিন্টে এশিয়ার মুকুট ধরে রাখতে নামবেন তিনি। তবে তাঁর আগে আজ আসরের উদ্বোধনী দিনে ৪০০ মিটার স্প্রিন্টে আলো ছড়িয়েছেন জহির রায়হান। ৪৮.৮৪ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে প্রথম হয়েছেন বাংলাদেশের এই অ্যাথলেট।

৪০০ মিটার স্প্রিন্টে এখন ফাইনাল খেলবেন জহির। সেই ইভেন্টটি। আজ ট্র্যাকে নামবেন ইমরানও। ৬০ মিটার স্প্রিন্টের হিট ও সেমিফাইনাল হয়ে যাবে আজ।

জহিরের সঙ্গে গতকাল হিটে দৌড়েছেন ইরান, ইরাক ও লেবাননের তিন স্প্রিন্টার। জহিরের সমান টাইমিং নিয়ে ইরানের আরশ সায়ারি দৌড় শেষ করলেও ফটোফিনিশে তাঁকে পেছনে ফেলেছেন জহির। 

ইনডোরে ৪০০ মিটার স্প্রিন্টের ক্ষেত্রে দুই রাউন্ড দৌড়াতে হয়েছে। ধীরে শুরু করা জহির প্রায় পুরোটা সময়ই তৃতীয় স্থানে থেকে একেবারে শেষ মুহূর্তে গাতি বাড়িয়ে ফিনিশিং লাইন ছুঁয়েছেন।

বাংলাদেশ সময় আগামীকাল রাত ৯.১০ মিনিটে হবে এই ইভেন্টের ফাইনাল।