ইনডোর অ্যাথলেটিকসের ফাইনালে ইমরান

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিনিধি

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্টে ফাইনালে উঠেছেন ইমরানুর রহমান। ইরানের তেহরানে সোনা ধরে রাখার মিশনে ৬.৬০ টাইমিং নিয়ে ফাইনালে পা রেখেছেন তিনি। সেমিফাইনালের লড়াইয়ে নিজের হিটে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের এই অ্যাথলেট।

ফাইনালে যাওয়ার লড়াইয়ে ৫ নম্বর লেনে দৌড়ান ইমরান।

হিটে সেরা হওয়া ওমানের আলী আনোয়ার আগের হিটের মতো সেমিফাইনালেও ইমরানকে পেছন ফেলেন ৬ দশমিক ৫০ সেকেন্ড টাইমিং নিয়ে। এর আগে হিটে ইমরানের টাইমিং ছিল ৬ দশমিক ৬২ সেকেন্ড। 

গত বছর কাজাখস্তানে হওয়া এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬ দশমিক ৫৯ সেকেন্ড টাইমিং করে সোনা জিতেছিলেন ইমরান। ওই আসরে সেমিফাইনালে দৌড় শেষ করেছিলেন ৬ দশমিক ৬১ সেকেন্ডে।

গতবারের চ্যাম্পিয়ন বলেই এবারো ফাইনালে ফেভারিট হয়ে নামবেন ইমরান। আগামীকাল (সোমবার) হবে সেই ফাইনাল।