খুলনাকে হারিয়ে ভাষাশহীদদের জয় উৎসর্গ করল চট্টগ্রাম

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৪
ছবি মীর ফরিদ

নিজস্ব প্রতিনিধি

তানজিদ হাসান তামিমের বিধ্বংসী সেঞ্চুরিতে আজ গুরুত্বপূর্ণ এক জয়ই পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। স্বাভাবিকভাবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও তিনি এলেন। দলের পক্ষ থেকে নেওয়া সিদ্ধান্তটাও তানজিদের মুখে শোনা গেল।

আগামীকাল একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে খুলনা টাইগার্সের বিপক্ষে জয় ভাষাশহীদদের উৎসর্গ করেছে চট্টগ্রাম।

তানজিদ সংবাদ সম্মেলনে শুরু করলেন সেই সিদ্ধান্ত জানিয়ে, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। অনেক ভালো একটা ম্যাচ হয়েছে আমাদের। আমরা প্লে অফ নিশ্চিত করেছি, এটা সবচেয়ে ভালো বিষয়। দলের সবাই এই জয় ভাষাশহীদদের উৎসর্গ করেছে।
আমরা সবাই অনেক খুশি। যাঁরা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই জয়টা তাঁদের উৎসর্গ করছি।’ 

আর টি-টোয়েন্টির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তানজিদ উৎসর্গ করেছেন ছোট ভাগ্নেকে, ‘আমার ছোট একটা ভাগ্নে আছে। সব সময় ওর সাথে কথা হয়, ম্যাচের আগের দিন, মাঠে আসার আগেও।

ছয় বললে ছয় দেখায়, আউট বললে আউট দেখায়। আমার সেঞ্চুরিটা ওকে উৎসর্গ করতে চাই।’ 

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে বিপিএলের ধারাভাষ্যকাররাও বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ পোশাক পরে আজ মাঠে এসেছেন।