র্যাংকিংয়ে বড় লাফ ফারিহার, এগিয়েছেন রাবেয়া-নাহিদা ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৪ ফাইল ছবি নিজস্ব প্রতিনিধি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে এগিয়েছেন বাংলাদেশ কয়েকজন ক্রিকেটার। বিশেষ করে বোলাররা। যেখানে বড় লাফ দিয়েছেন হ্যাটট্রিক করা ফারিহা তৃষ্ণা। ২ এপ্রিল মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন ফারিহা। প্রথম বাংলাদেশি হিসেবে এই ফরম্যাটে দ্বিতীয়বার হ্যাটট্রিক পূর্ণ করেন এই বাঁহাতি পেসার। তার পুরস্কার পেলেন তিনি। ৪৮ ধাপ এগিয়ে ৮৭তম স্থানে উঠেছেন ফারিহা। বোলিং বিভাগে পাঁচ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছেন লেগ স্পিনার রাবেয়া খান। বাংলাদেশিদের মধ্যে শীর্ষে আছেন তিনি। এ ছাড়া বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার দুই ধাপ উন্নতি করে ২৪তম স্থানে উঠে এসেছেন। র্যাংকিংয়ে এগিয়েছেন অজি ক্রিকেটাররাও। দুই ধাপ উন্নতি করে বোলারদের র্যাংকিংয়ে ১৭তম স্থানে রয়েছেন এশলে গার্ডনার। দুই ধাপ এগিয়েছে অ্যানাবেল সাদারল্যান্ড রয়েছেন ২২তম স্থানে। বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সোফি একলেস্টন। টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় এক ধাপ এগিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। হিলির সতীর্থ গ্রেস হ্যারিস দিয়েছেন বড় লাফ। ১৫ ধাপ এগিয়ে ৪০তম স্থানে উঠেছেন তিনি। শীর্ষস্থান ধরে রেখেছেন আরেক অজি, বেথ মুনি। এই বিভাগে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, রয়েছেন ১৬তম স্থানে। SHARES খেলাধুলা বিষয়: ক্রিকেটারফারিহারাবেয়া-নাহিদার্যাংকিং
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে এগিয়েছেন বাংলাদেশ কয়েকজন ক্রিকেটার। বিশেষ করে বোলাররা। যেখানে বড় লাফ দিয়েছেন হ্যাটট্রিক করা ফারিহা তৃষ্ণা। ২ এপ্রিল মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন ফারিহা।
প্রথম বাংলাদেশি হিসেবে এই ফরম্যাটে দ্বিতীয়বার হ্যাটট্রিক পূর্ণ করেন এই বাঁহাতি পেসার। তার পুরস্কার পেলেন তিনি। ৪৮ ধাপ এগিয়ে ৮৭তম স্থানে উঠেছেন ফারিহা। বোলিং বিভাগে পাঁচ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছেন লেগ স্পিনার রাবেয়া খান।
বাংলাদেশিদের মধ্যে শীর্ষে আছেন তিনি। এ ছাড়া বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার দুই ধাপ উন্নতি করে ২৪তম স্থানে উঠে এসেছেন। র্যাংকিংয়ে এগিয়েছেন অজি ক্রিকেটাররাও। দুই ধাপ উন্নতি করে বোলারদের র্যাংকিংয়ে ১৭তম স্থানে রয়েছেন এশলে গার্ডনার।
দুই ধাপ এগিয়েছে অ্যানাবেল সাদারল্যান্ড রয়েছেন ২২তম স্থানে। বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সোফি একলেস্টন। টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় এক ধাপ এগিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। হিলির সতীর্থ গ্রেস হ্যারিস দিয়েছেন বড় লাফ।
১৫ ধাপ এগিয়ে ৪০তম স্থানে উঠেছেন তিনি। শীর্ষস্থান ধরে রেখেছেন আরেক অজি, বেথ মুনি। এই বিভাগে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, রয়েছেন ১৬তম স্থানে।