বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল দিল ভারত ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪ ফাইল ছবি নিজস্ব প্রতিনিধি বাংলাদেশের মেয়েদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারত। হারমান প্রিত কৌরের নেতৃত্বে ১৪ সদস্যের দলে নিয়মিত ক্রিকেটারদের সবাই আছেন। দুই দলের এই সিরিজের সব ম্যাচই হবে সিলেটে। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম টি-টোয়েন্টি। একদিন বিরতি দিয়ে একই সময়ে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় টি-টুয়েন্টি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২, ৬ ও ৯মে। এরমধ্যে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে বেলা ২টায়। শেষ ম্যাচ শুরুর সময় সন্ধ্যা সাড়ে ৬টা। ভারত মেয়েদের দল: হারমানপ্রিত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, দায়ালিন হেমালাথা, সানজানা সাজেভান, রিচা ঘোষ, স্ততিকা ভাটিয়া, রাদব যাদব, দিপ্তি শর্মা, পূজা ভাস্তেকার, আমানজত কৌর, শ্রেয়ানকা পাতিল, সাইকা ইশাক, আশা সোবহানা, রেনুকা সিং ঠাকুর ও তিতাস সাধু। SHARES খেলাধুলা বিষয়: #ভারতদলবাংলাদেশসিরিজ
বাংলাদেশের মেয়েদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারত। হারমান প্রিত কৌরের নেতৃত্বে ১৪ সদস্যের দলে নিয়মিত ক্রিকেটারদের সবাই আছেন। দুই দলের এই সিরিজের সব ম্যাচই হবে সিলেটে। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম টি-টোয়েন্টি।
একদিন বিরতি দিয়ে একই সময়ে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় টি-টুয়েন্টি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২, ৬ ও ৯মে। এরমধ্যে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে বেলা ২টায়। শেষ ম্যাচ শুরুর সময় সন্ধ্যা সাড়ে ৬টা।
ভারত মেয়েদের দল: হারমানপ্রিত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, দায়ালিন হেমালাথা, সানজানা সাজেভান, রিচা ঘোষ, স্ততিকা ভাটিয়া, রাদব যাদব, দিপ্তি শর্মা, পূজা ভাস্তেকার, আমানজত কৌর, শ্রেয়ানকা পাতিল, সাইকা ইশাক, আশা সোবহানা, রেনুকা সিং ঠাকুর ও তিতাস সাধু।